Sunday, January 18, 2026

Top 5 This Week

Related Posts

সিলেটে নদী থেকে বালু উত্তোলন : ৪ বারকি নৌকাসহ আটক ১

সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে অভিযান চালিয়ে পুলিশ। এসময় ৪টি বারকি নৌকাসহ আটক করা হয়েছে ১ জনকে।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে এই অভিযান চালানো হয়।

জানা যায়, ধলাই নদী থেকে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। ফলে ঝুঁকির মুখে পড়েছে ধলাই ব্রীজ। নদী, পরিবেশ ও ব্রীজ রক্ষায় পুলিশ বারবার অভিযান চালাচ্ছে লুটেরাদের ধরতে। প্রায়ই রাতের বেলাতেও নদীর পাশে পুলিশ ও আনসার সদস্যদের নজরদারি করতে দেখা যায়। কিন্তু কিছুতেই থামানো যাচ্ছেনা এই চক্রকে।

সোমবার নদী থেকে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এসময় ৪টি বারকি নৌকা জব্দ এবং একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম সিরাজী (৪৫)। তিনি কোম্পানীগঞ্জ গ্রামের আচদর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ।

Popular Articles