সিলেটে একই রাতে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টা ও রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেল দুটি পরিত্যাক্ত অবস্থায় ভোলাগঞ্জ ও বাবুলনগর থেকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানাপুলিশ।
পুলিশ চোর চক্রের সদস্যদের সনাক্ত করতে সক্ষম হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। তাদের গ্রেপ্তার করতে জোরদার অভিযান চলছে বলে জানিয়েছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ।
ওসি রতন শেখ জানান, উদ্ধারকৃত মোটরসাইকেলের একটি চুরি হয়েছিল সুনামগঞ্জ থেকে। আর অপরটি চুরি হয়েছিল কোম্পানীগঞ্জ থেকে। একটি মালিক পাওয়া গেছে। তার হাতে সাইকেলটি তুলে দেওয়া হয়েছে। অপরজনকে খোঁজা হচ্ছে।
তিনি এ প্রসঙ্গে বলেন, চোরদের সনাক্ত করা হয়েছে। তবে গ্রেপ্তার করা যাচ্ছে সম্ভব হয়নি। তাদের একজন আন্তঃজেলা চোর চক্রের সদস্য এবং কোম্পানীগঞ্জের অধিবাসী। দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে।



