Thursday, November 13, 2025

Top 5 This Week

Related Posts

সিলেট এয়ারপোর্টের সামনে থেকে নিখোঁজ তুহিন

সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন ৩নং খাদিমনগর ইউনিয়নের বড়শলা এলাকার নুরজাহান নিলুর ছেলে নাদের মুর্শেদ তুহিন (৩০) নিখোঁজ হয়েছেন। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাঁর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় নিখোঁজ তুহিনের মা নুরজাহান নিলু এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং:- ১৭৫, তারিখ: ০৪ নভেম্বর ২০২৫।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে সিলেট এয়ারপোর্টের পাশে নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

নিখোঁজ নাদের মুর্শেদ তুহিন। তিনি সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ৩নং খাদিমনগর ইউনিয়নের বড়শলা এলাকার নুরজাহান নিলুর ছেলে।

জিডি সূত্রে জানা যায়, নাদের মুর্শেদ তুহিন ঘটনার দিন বিকেলে তিনি বড়শলা ফরিদাবাদ এলাকার নিজ বাসার সামনে হাটতে বের হলে এরপরে আর ঘরে ফেরেননি। পরবর্তীতে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি করে এবং সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায় নি।

নিখোঁজ তুহিনের মা নুরজাহান নিলু জানান, ‘বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তার ছেলে বিকেলে বাসার সামনে থেকে হঠাৎ করেই কোথায় যেন চলে গেল। সম্ভাব্য সব জায়গায় খোজাখুজির পরও তাকে পাওয়া যায় নি। তিনি তার ছেলেকে খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেন।’

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘৩নং খাদিমনগর ইউনিয়নের বড়শলা এলাকার নুরজাহান নিলুর ছেলে নাদের মুর্শেদ তুহিন নিখোঁজ হয়েছেন এমন একটি জিডি আমরা পেয়েছি। আমরা আইনানুগভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যদি কেউ নিখোঁজ নাদের মুর্শেদ তুহিনের সন্ধান পান, অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধও জানান তিনি।’

Popular Articles