সিলেটের চৌহাট্টায় পুলিশের বাধার মুখে পড়েছে বাম জোটের বিক্ষোভ মিছিল। এসময় তারা পুলিশের ব্যারিকেডের মধ্যেই বিক্ষোভ সমাবেশ করেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রাম বন্দরের পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরদের দেওয়ার প্রতিবাদে ঢাকায় বাম জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার মিছিলে পুলিশের বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সিলেটে জরুরি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে বাম জোট। এ কর্মসূচির অংশ হিসেবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। তবে মিছিল শুরুর পরপরই পুলিশ চৌহাট্টা এলাকায় তাদের আটকে দেয়। পরে বাম জোটের নেতাকর্মীরা পুলিশের দেওয়া ব্যারিকেডের মধ্যেই সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এসময় সমাবেশে বক্তব্য দেন, কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল হাসান, অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি মাশরুক জলিল, চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সমন্বয়ক মনিষা ওয়াহিদসহ বিভিন্ন বাম দল ও সংগঠনের নেতারা।
এসময় বক্তারা বলেন, দেশের ওপর সাম্রাজ্যবাদের আধিপত্য বিস্তারের নগ্ন থাবা চলছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু তার বদলে চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনালের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ঘনিষ্ঠ প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে-যা সরকারের এখতিয়ার বহির্ভূত। নেতারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে বিদেশি অপারেটরের কাছে বন্দর পরিচালনার ক্ষমতা হস্তান্তরের পদক্ষেপ বাতিল করার দাবি জানান।




