১২তম আসরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হয়েছে আজ, তবে এবারের উদ্বোধন হলো ভিন্ন আবহে। টুর্নামেন্টের শুরুতেই শহীদ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাতে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানায়। আজ বিপিএলের উদ্বোধনী দিনেও তাঁর স্মরণে বিশেষ এই সম্মান জানানো হয়।
বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম-এ। এ সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ ক্রীড়া অঙ্গনের বিশিষ্টজনেরা।
খেলা শুরুর ঠিক আগে ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালনের ঘোষণা দেওয়া হয়। ওই সময় রাজশাহী দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমকে দেখা যায় মোনাজাতে হাত তুলে দোয়া করতে—যা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে।
উদ্বোধনী আয়োজনে কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন উড়িয়ে বিপিএলের পর্দা উন্মোচন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ বিপিএলে রয়েছে দুটি ম্যাচ; প্রথম ম্যাচ শেষে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।




