ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে অন্যরকম স্মরণ করা হলো সিলেটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে এমন স্মরণ ও দোয়ার আয়োজন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল’র ১২তম আসরের উদ্বোধনী দিনে এমন আয়োজন বেশ প্রশংসা কুড়াচ্ছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই অন্যরকম স্মরণের ব্যবস্থা করা হয়েছিল।
সিলেট-এয়ারপোর্ট রোডের পাশে লাক্কাতুড়া চা বাগানের টিলার পাদদেশে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বিপিএল’র উদ্বোধন উপলক্ষে স্টেডিয়ামের প্রধান ফটকের পাশেই রাখা হয় শহীদ ওসমান হাদির দৃশ্যমান ছবি।
পাশেই ছিল বাতাসার বক্স। এক পাশের বক্সের গায়ে লেখা ছিল ‘টেক এ বাতাসা, প্রে ফর হাদী’। অপর পাশে লেখা ছিল ‘টেক এ বাতাসা, জাস্টিস ফর হাদী’।
সম্প্রতি আততায়ীর গুলিতে শহীদ হওয়া শরিফ ওসমান হাদিকে নিয়ে এমন অভিনব আয়োজনে মুগ্ধ ক্রিকেট অনুরাগীরা।



