Friday, January 16, 2026

Top 5 This Week

Related Posts

সিলেটে ‘অনৈতিক কার্যকলাপ’: আরেকটি হোটেল সিলগালা

সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় অবস্থিত ‘হোটেল তালহা আবাসিক’-এ অনৈতিক কার্যকলাপ ও মাদক সেবনের অভিযোগে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে অনৈতিক কার্যকলাপে লিপ্ত নারী-পুরুষসহ মোট তিনজনকে আটক করা হয়েছে। অভিযান শেষে হোটেলটি সিলগালা করে দেয় পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বন্দরবাজার এলাকার ‘হোটেল তালহা আবাসিক’-এ অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে অনৈতিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় একজন পুরুষ ও একজন মহিলাকে আটক করা হয়।

একই অভিযানে হোটেলের অপর একটি কক্ষ থেকে ইয়াবা সেবনরত অবস্থায় এক যুবককে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি। অভিযান শেষে অনৈতিক কার্যকলাপ ও মাদক সেবনের প্রমাণ পাওয়ায় ‘হোটেল তালহা আবাসিক’ সিলগালা করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নগরীতে অপরাধ ও অনৈতিক কার্যকলাপ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’

Popular Articles