সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রয়াত স্কুল শিক্ষক বীরেন্দ্র দেবের ( ঝুনু মাষ্টার) বাড়িতে বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৬০ থেকে ৭০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এই অগ্নিকান্ডের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ প্রচার করতে থাকেন, রাজনৈতিক উদ্দেশ্যে বীরেন্দ্র দেবের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ধর্মীয় পরিচয়ের কারণে এ আগুন দেওয়া হয়েছে বলেও প্রচার চালাচ্ছে ভারতীয় মিডিয়া।
বীরেন্দ্র দেবের বাড়িতে উপজেলার ৭নং নন্দীর গাঁও ইউনিয়নের বহর গ্রাম পূর্ব পাড়ায়। বৃহস্পতিবার দুপুরের দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বীরেন্দ্র দেবের চার ছেলে এই বাড়িতে থাকেন। তার বড় ছেলে বিকাশ চন্দ্র দেবও স্থানীয় একটি স্কুলের শিক্ষক। আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, খড়ের (গো-খাদ্য ) ঘর থেকে এই আগুনের সূত্রপাত। শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। খড়ের ঘরটি বসত ঘরে সঙ্গে লাগানো ছিল। দ্রুতই আগুন বসত ঘরে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, দুপুরে আমার স্ত্রী টিউবওয়েলে পানি আনতে গিয়ে প্রথমে দেখতে পান খড়ের ঘরে ও বসত ঘরে আগুন জ্বলছে। আগুনের শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।
তার পরিবারের সাথে কারো শত্রুতা নেই জানিয়ে বিকাশ দেব বলেন, কারো বিরুদ্ধে আমার কোন অভিযোগও নাই। এটি দুর্ঘটনা। বরং এলাকার মানুষজনের সহযোগীতায় সর্বস্ব হারানোর পরও আমি এখনো টিকে আছি।
অগ্নিকান্ডে খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ম্যানেজার নব কুমার সিংহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খড়ের ঘরে থেকে বিদ্যুতের শর্ট-সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে। এ ব্যাপারে আরও তদন্ত চলছে।
এ ব্যাপারে সালুটিকর পুলিশ তদন্তে কেন্দ্র ইনচার্জ মো: আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা আগুনের খবর শুনেই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হই। আশপাশের লোকজন ও ক্ষতিগ্রস্থ পরিবারে সঙ্গে কথা বলে জানাযায় আগুনের সূত্রপাত খড়ের ঘর থেকে হয়েছে।
এদিকে, শুক্রবার দুপুরে আগুনে ভস্মীভূত বাড়িটি পরিদর্শন করেন গোয়ানঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।



