Saturday, January 24, 2026

Top 5 This Week

Related Posts

সিলেটে প্রবাস থেকে স্বামী দেশে ফেরার পরদিনই গৃহবধুর লা*শ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জের লক্ষিপাশায় হোছনা বেগম (৪০) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

শুক্রবার সকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ ভাগ বাউসি গ্রামে নিজ বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। হোছনা বেগম ওই গ্রামের শামীম আহমদের স্ত্রী এবং ৩ মেয়ে ও এক ছেলের জনক।

জানা যায়, শামীম আহমদ সৌদি আরব প্রবাসী। ৬ মাস পর বৃহস্পতিবার সৌদি থেকে দেশে ফিরেন তিনি। তবে হোছনা কেগমের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকাল ৭টার দিকে ওই গৃহবধু হোছনা বেগমকে ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান তার স্বামী শামীম আহমদ। এরপর তাকে সেখান থেকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে তাকে আবার বাড়িতে নিয়ে আসা হয়। এরপর পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম বলেন, মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

Popular Articles