Sunday, January 25, 2026

Top 5 This Week

Related Posts

সিলেটে কুশিয়ারায় ধরা পড়া বাঘাইড়ের দাম ২ লাখ ৬০ হাজার টাকা

সিলেটের বিশ্বনাথ উপজেলার পীরের বাজারে মাছের মেলায় তোলা একটি বিশাল আকারের বাঘাইড় মাছের দাম হাঁকা হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকা। ৬০-৬৫ কেজি ওজনের বিপন্ন এ মাছটি শেরপুরের কুশিয়ারা নদী থেকে ধরে আনা। মেলায় এ মাছটি ছিলো সবচেয়ে বড়। মাছটি এক নজর দেখতে উপচে পড়েন দর্শনার্থীরা।

শনিবার দুপুর থেকে ৪র্থ বারের মতো পীরের বাজারে এ মেলা বসে। মেলায় ছিলো দেশি-বিদেশি ও সামুদ্রিক মাছের সমাহার। বিশাল এ বাঘাইড়টি নিয়ে আসে শেরপুরের মৎস্য ব্যবসায়ী ছয়ফুল মিয়া।

কথা হলে তিনি জানান, ‘শেরপুরের কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে এ বাঘাইড়টি। আমরা বিক্রির উদ্দেশ্যে তাদের কাছ থেকে ক্রয় করে মেলায় নিয়ে আসি। মাছটি তোলার পর থেকেই এক নজর দেখতে মেলায় আসা সবাই দোকানের সামনে ভিড় করছে। দাম চেয়েছি, ২ লাখ ৬০ হাজার। দেখা যাক, কত টাকায় বিক্রি করতে পারি।

Popular Articles