Sunday, July 6, 2025

Top 5 This Week

Related Posts

আয়মান সাদিকের সঙ্গে কী সম্পর্ক, জানালেন সাদিয়া আয়মান

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের নামের শেষে রয়েছে দেশের আরেক জনপ্রিয় ব্যক্তিত্ব আয়মান সাদিকের নাম। বিষয়টি অনেক কাছেই সৃষ্টি করেছে কৌতূহল।

সম্প্রতি এক আড্ডায় প্রসঙ্গটি উঠলে সাদিয়া বলেন, আসলে আয়মান সাদিক ভাইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। নামটা কাকতালীয়ভাবে মিলে গেছে। আমাদের মধ্যে কোনো ভাই-বোন কিংবা আত্মীয়তারও সম্পর্ক নেই।

অভিনেত্রী বলেন, অনেক সময়ই আমি দেখিছি, আমার কোনো কাজ রিলিজ পেলে সোশ্যাল মিডিয়ায় অনেকে কমেন্ট করে লেখেন, সাদিয়া আয়মান না লিখে লেখেন, আয়মান সাদিকের কাজ অনেক সুন্দর ছিল। এটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে।

সাদিয়া আরো বলেন, ভাইয়া যেদিন বিয়ে করেন তাদের কাপল ছবি আমাকে ট্যাগ করেন অনেক নেটিজেন। আমাকে এজন্য অনেকে শুভেচ্ছাও জানান। এটা সম্ভবত নামের সঙ্গে মিল থাকায় ভুলে অনেক ভক্তই এমন করেছে হয়তো।

Popular Articles