Friday, November 22, 2024
Homeআলোচিতআন্দোলনে যেতে চাওয়ায় মেয়েকে যা বলেছিলেন মাশরাফী

আন্দোলনে যেতে চাওয়ায় মেয়েকে যা বলেছিলেন মাশরাফী

বাংলাদেশের তরুণ প্রজন্ম যাদের কথায় বা কাজে বেশ প্রভাবিত হয়, মাশরাফী বিন মোর্ত্তজা তাদেরই একজন ছিলেন। কিন্তু কোটাবিরোধী আন্দোলনের পুরোটা সময়জুড়ে নিশ্চুপ ছিলেন জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার। যা বেশ অবাক করেছে ভক্তদের। তাইতো তার ওপর বেশ ক্ষুব্ধ তরুণ সমাজ। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্য।

গতকাল বুধবার (১৪ আগস্ট) একটি বেসরকারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফী জানান, নিজে আন্দোলনে অংশ নিতে না পারলেও মেয়ে হুমায়রাকে এই আন্দোলনে যুক্ত হতে উৎসাহ দিয়েছিলেন তিনি। এমনকি হুমায়রা আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু স্ট্যাটাসও দিয়েছিল বলে জানান মাশরাফী।

এই প্রসঙ্গে মাশরাফী বলেন, ‘আমার মেয়ে হুমায়রা ইনস্টাগ্রাম ব্যবহার করে। আমার সেখানে অ্যাকাউন্ট থাকলেও সেভাবে দেখতাম না, ওকেও ফলো করতাম না। আমাকে আমার এক ছোট ভাই জানাল যে, হুমায়রা ইনস্টাগ্রামে অনেক কিছু দিচ্ছে বা শেয়ার করছে। ১৭ জুলাই থেকেই দিচ্ছে।’

মাশরাফী আরও যোগ করেন, ‘আমি ওকে জিজ্ঞেস করলাম। ও বলল, হ্যাঁ, আমি এসব দিচ্ছি। তোমার কি আপত্তি আছে?’ আমি বললাম, না, আমার সমস্যা নেই। তোমার স্কুল থেকে বা বন্ধুরা আন্দোলনে গেলে তুমিও সঙ্গে থেকো। আমার পদের জন্য বা চেয়ারের জন্য তাকে বাধা পেতে হবে, এটা কখনো চাইনি।’

এছাড়াও ব্যক্তিগতভাবে আন্দেলনে অংশ না নেওয়া প্রসঙ্গে মাশরাফী বলেন, ‘শুধু আমি নই, আমার মনে হয়, এই আন্দোলন নিয়ে যা কিছু লিখতে বা করতে পারেনি, তাদের সবাইকেই এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে নিজের পরিবার, বন্ধু-বান্ধব বা ঘনিষ্ঠজনদের কাছে। আমি আমার অবস্থান বলেছি। কেউ একমত হয়েছে, কেউ হয়নি।’

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Last Post