Tuesday, January 13, 2026

Top 5 This Week

Related Posts

বাংলাদেশিসহ ৩৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে লাগবে ভিসা বন্ড

যুক্তরাষ্ট্র নতুন নিয়ম চালু করেছে, যার ফলে বাংলাদেশিসহ ৩৮ দেশের নাগরিকদের বি১ ও বি২ ভিসার জন্য ভিসা বন্ড জমা দিতে হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (স্টেট ডিপার্টমেন্ট) এ বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশের জন্য এই নিয়ম চলতি বছরের ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর ফলে বাংলাদেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বাড়তি সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত জমা দিতে হতে পারে। অন্যান্য দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত জমা দিতে হতে পারে।

ভিসা বন্ড হলো একটি অর্থের নিশ্চয়তা, যা ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার ডলার হতে পারে। টাকার সঠিক পরিমাণ নির্ধারিত হবে ভিসা ইন্টারভিউয়ের সময়। আবেদনকারীকে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS) এর ‘Form I-352’ পূরণ করতে হবে। এই অর্থ শুধুমাত্র সরকারি ওয়েবসাইট Pay.gov এর মাধ্যমে প্রদান করা যাবে। কনসুলার অফিসারের নির্দেশ অনুযায়ী বন্ড প্রদান করতে হবে; আগে থেকে অর্থ দিলে তা ফেরত আসবে না। উল্লেখ্য, বন্ড দেওয়ার অর্থ ভিসা নিশ্চিত করার সমান নয়।

নতুন নিয়ম অনুযায়ী, ভিসাধারীকে অবশ্যই যুক্তরাষ্ট্রে এই তিন বিমানবন্দর ব্যবহার করে প্রবেশ ও প্রস্থান করতে হবে—

বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
ডালেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
শর্ত না মানলে প্রবেশে বাঁধা দেওয়া হতে পারে বা প্রস্থান সঠিকভাবে রেকর্ড হবে না।

ভিসা বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং অর্থ ফেরত দেওয়া হবে যদি—

ভিসাধারী ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র ত্যাগ করে
ভিসাধারী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেনি
ভিসাধারী পোর্টে প্রবেশের চেষ্টা করেছেন, কিন্তু ভিসা অনুমোদিত হয়নি
ভিসা বন্ড লঙ্ঘন হিসেবে গণ্য হবে যদি অনুমোদিত সময়ের পরে যুক্তরাষ্ট্রে থাকা, ভিসা স্ট্যাটাস পরিবর্তনের চেষ্টা করা বা আশ্রয় (Asylum) আবেদন করা হয়।

স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো বি১ ও বি২ ভিসার মেয়াদ অতিক্রম কমানো, যাতে বাংলাদেশিসহ এসব দেশের নাগরিকদের ভিসা ব্যবস্থাপনা আরও নির্ভরযোগ্য ও নিয়ন্ত্রিত হয়।

৩৮টি দেশের মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে—আলজেরিয়া, অঙ্গোলা, আন্টিগুয়া ও বারবুডা, বেনিন, ভুটান, বটসওয়ানা, বুরুন্ডি, কাবো ভার্দে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কোট দ’আইভরি, কিউবা, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্যাবন, গাম্বিয়া, গিনি, গিনি-বিসাউ, কিরগিজস্তান, মালাউই, মৌরিতানিয়া, নামিবিয়া, নেপাল, নাইজেরিয়া, সাও টোমে ও প্রিন্সিপে, সেনেগাল, তাজিকিস্তান, তানজানিয়া, টোগো, টোঙ্গা, তুর্কমেনিস্তান, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, ভেনেজুয়েলা, জাম্বিয়া ও জিম্বাবুয়ে।

Popular Articles