Wednesday, January 14, 2026

Top 5 This Week

Related Posts

সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নে’তার ছেলে

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এসএসসির নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল দেওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালাবদ্ধ করে দিয়েছে বিএনপি নেতার ছেলে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুরে উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজে দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ এমন কাণ্ড ঘটায়।

বিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে লক্ষীপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজের ছেলে আরিফ সকালে স্কুলে যায়। স্কুলে গিয়ে তাকে এসএসসির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য শিক্ষকদের উপর চাপ সৃষ্টি করে।

এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ ওই শিক্ষার্থীর কাছে জানতে চান কতগুলো বিষয়ে ফেল করেছে। জবাবে আরিফ জানায় সাত বিষয়ে সে ফেল করেছে। পাশাপাশি এসময় সে শিক্ষককের সাথে অসদাচারণ করে এবং তাকে পরীক্ষার অংশগ্রহণের সুযোগ না দেওয়ায় স্কুলের কক্ষ তালাবদ্ধ করে দেয়।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন, দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ এসএসসির নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এজন্য সে আজ স্কুলে এসে অসদাচরণ করে স্কুলের কক্ষ তালাবদ্ধ করে দেয়।

শিক্ষার্থী আরিফের বাবা লক্ষীপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজ বলেন, আমি এ বিষয়ে জানি না। আমি বিএনপির রাজনীতি করি। আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না।

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে এখনও অবগত নয়। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

Popular Articles