Saturday, November 23, 2024
Homeআন্তর্জাতিকবাংলাদেশসহ ১২৬ টি দেশের জন্য পাকিস্তানের ভিসা ফ্রি

বাংলাদেশসহ ১২৬ টি দেশের জন্য পাকিস্তানের ভিসা ফ্রি

ভ্রমণ প্রেমিদের জন্যে সুখবর পাকিস্তানের ফ্রি ভিসা পাবে ১২৬ দেশ, তালিকায় বাংলাদেশও। ১২৬টা দেশের জন্যে ভিসা করে দেয়া হয়েছে বিনামূল্যে! অনলাইনে একদম সহজ ৩০ প্রশ্নের উত্তর দিয়েই ২৪ ঘণ্টার মধ্যেই হয়ে যাবে ই-ভিসা। খবর ভিসা নিউজ ডট কমের।

গত জুলাই পাকিস্তান ভিসা কর্তৃপক্ষ ১২৬ দেশের জন্য এমনি একটি ঘোষণা আসতে পারে বলে জানায়।

বুধবার (১৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সকলের কাছে এ নতুন ভিসা নীতি উন্মোচন করেন।

তিনি বলেন, আজ ১৪ আগস্ট থেকে ১২৬টি দেশের দর্শনার্থীদের জন্য ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) ফি বাতিল করা হয়েছে এবং আবেদন প্রক্রিয়াও খুব সহজ করা হয়েছে। দেশগুলো থেকে ভ্রমণ ও ব্যবসায়িক উভয় কাজেই বিনামূল্যে ৯০ দিনের ভিসা পাওয়া যাবে।

এছাড়া মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান ও কাতারের নাগরিকরা পাকিস্তানে প্রবেশ করে পাসপোর্ট দেখানোর মাধ্যমেই অন-এরাইভাল ভিসা পেয়ে যাবেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Last Post