Monday, January 19, 2026

Top 5 This Week

Related Posts

সিলেটে চেকপোস্টে মোটরসাইকেল আটকে মিলল ১০টি আগ্নে*য়াস্ত্র

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে চেকপোস্টে তল্লাশিকালে ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ভারতীয় ৪টি ক্যামো রংয়ের নতুন এয়ারগান ও ৬টি কালো রংয়ের নতুন এয়ারগান।

সোমবার ভোরে জৈন্তাপুরের ফতেপুর ইউনিয়নের অন্তর্গত পাখিটেকি করিচার ব্রীজের উত্তর পাশে চেকপোষ্ট স্থাপন করে তল্লাশীকালে এগুলো উদ্ধার করা হয়।

সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, ভোরে ১টি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল যোগে দু’জন লোক চেকপোষ্টের সামনে আসলে এ গাড়িটি থামানোর জন্য সংকেত প্রদান করে পুলিশ। এসময় মোটরসাইকেলসহ ১টি সাদা প্লাষ্টিকের বস্তা ফেলে আরোহীরা দৌড়ে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ভারতীয় ৪টি ক্যামো রংয়ের নতুন এয়ারগান ও ৬টি কালো রংয়ের নতুন এয়ারগান এবং ১টি পুরাতন সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

এ সংক্রান্তে জৈন্তাপুর মডেল থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Popular Articles