Monday, January 19, 2026

Top 5 This Week

Related Posts

বাঁচানো গেল না সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতিটিকে

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনের ধাক্কায় আহত হাতিটিকে আর বাঁচানো সম্ভব হয়নি। ট্রেনের আঘাতে হাতিটির পেছনের দুই পা ও লেজসহ মেরুদণ্ডে আঘাত লাগে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে হাতিটি মারা যায় বলে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান। তিনি জানান, আহত হাতিটি গুরুরত আহত হয়েছিলো। চিকিৎসা দেয়ার পর কিছুটা উন্নতি হলেও সার্বিক কোন উন্নতি হয়নি।

প্রাণীটির চিকিৎসার দায়িত্বে থাকা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক সুলতান আহমদ জানান, মেরুদণ্ডে আঘাত পাওয়ায় হাতিটির পেছনের অংশ অসাড় হয়ে গেছে। খুবই গুরুতর আগত ছিলো তার শরীরের একাধিক স্থানে। চিকিৎসা দিয়েও বাঁচানো যায়নি হাতিটিকে।

এর আগে গত শনিবার রাতে সিলেট নগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয়ে রেললাইন-সংলগ্ন একটি ডোবায় পড়ে ছিল হাতিটি। পরে স্থানীয় প্রশাসন, বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসক, কৃষি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক দলের প্রচেষ্টায় হাতিটি উদ্ধার করে ডাঙায় তোলা হয়। হাতির মালিক মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কামরুল ইসলাম।

কয়েক দিন আগে হাতিটি সিলেটের একটি অনুষ্ঠানে নিয়ে আসা হয়েছিল। গত শনিবার রাত ১০টার দিকে হাতিটি নিয়ে মাহুত দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত হয়ে ডোবায় পড়ে যায়। এ সময় হাতির মাহুতও আহত হন। হাতিটির পেছনের পায়ে আঘাত পাওয়ায় ডোবা থেকে উঠতে পারছিল না।

Popular Articles