সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণে স্বর্ণেরবারসহ একজনকে আটক করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) সকালে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে কাস্টমস গোয়েন্দা ও কাস্টম হাউজের কর্মকর্তারা স্বর্ণের এই চালান জব্দ করেন।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টা ২১ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি- ২৫২) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পরে সেই বিমানে থাকা যাত্রী হোসাইন আহমদ গ্রিন চ্যানেল অতিক্রম করে কনকোর্স হল অতিক্রম করার সময় জাতীয় গোয়েন্দা সংস্থা (এন এস আই) ও শুল্ক গোয়েন্দাদের সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। এ সময় এই বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়।