Wednesday, December 3, 2025

Top 5 This Week

Related Posts

বিয়ানীবাজার পৌর এলাকা থেকে বিপুল গাঁজা ও ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

বিয়ানীবাজারে ১ হাজার পিস ইয়াবা, গাঁজা, নগদ টাকাসহ চিহ্নিত মাদক বিক্রেতা আব্দুর রহমান মনু (৪৩) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

ধৃত মনু পৌরশহরের ফতেহপুর গ্রামের মৃত মুছব্বির আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে অন্তত ১০টি মামলা রয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ছবেদ আলী এক সংবাদ ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতেহপুর সাকিনস্থ মনুর গ্রামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার কাছে থাকা ১ হাজার পিস ইয়াবা, মাদকবিক্রির নগদ ৩০ হাজার টাকা ও গাঁজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সিলেটের পুলিশ সুপার আখতার উল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার মফিজুর রহমানের নির্দেশনা এবং তদারকিতে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ছবেদ আলী, এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম ও এএসআই আব্দুল হামিদ সঙ্গিয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

Popular Articles