Thursday, September 12, 2024
Homeআলোচিতওমরাহযাত্রী বেশে পালাচ্ছিলেন সাবেক এমপি বদির ক্যাশিয়ার, ধরা পড়লেন যেভাবে

ওমরাহযাত্রী বেশে পালাচ্ছিলেন সাবেক এমপি বদির ক্যাশিয়ার, ধরা পড়লেন যেভাবে

ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগে বিতর্কিত কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ক্যাশিয়ার সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
সোমবার (২ সেপ্টেম্বর) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি বলেন, ‘গত ৫ আগস্ট কক্সবাজারের উখিয়ায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অন্যতম মূলহোতা সাবেক বিতর্কিত সংসদ সদস্য ইয়াবা সম্রাট আব্দুর রহমান বদির ক্যাশিয়ার সালাহ উদ্দিন। তাকে গ্রেপ্তারে র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যে জানা যায়, অভিযুক্ত সালাহ উদ্দিন সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরে অবস্থান করছেন। র‍্যাবের সদস্যরা যেতে যেতে সালাহ উদ্দিন বিমানে ওঠে পড়েন। এরপর এমএজি ওসমানী বিমানবন্দরের রানওয়েতে থাকা একটি বিমান থেকে তাকে গ্রেপ্তার করা হয় ‘

আ ন ম ইমরান খান বলেন, ‘ওমরাহযাত্রীর ছদ্মবেশে দেশ থেকে পালানোর চেষ্টা করেন তিনি। তিনি গায়ে ইহরামের পোশাক পরেছিলেন। তার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Last Post