Friday, July 4, 2025

Top 5 This Week

Related Posts

ভারতে পালানোর সময় জৈন্তাপুর সীমান্তে আ. লীগ নেতা আটক

সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ এবং তার ছোট ভাই সাদেক আহমদকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জকিগঞ্জ ব্যাটালিয়ন -১৯ বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে।

সন্ধ্যায় জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবি অধীনস্থ জৈন্তাপুর বিওপির হাবিলদার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল সীমান্তবর্তী উপজেলা গোয়াবাড়ি নামক স্থানে নিয়মিত টহল পরিচালনা করছিলেন। তারা দেখতে পান আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে দুই ব্যক্তি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছেন।

এসময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দলের সদস্যরা ধাওয়া করে তাদেরকে আটক করেন।

আটককৃতদের একজন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কামাল আহমদ (৫৫) এবং অপরজন তার সহযোগী ও ছোট ভাই সাদেক আহমেদ (২৫)। উভয়েই জৈন্তাপুর উপজেলার শ্রীকেল গ্রামের হাজী মনির উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, আটককৃতদের তল্লাশি করে ০২টি বাংলাদেশি পাসপোর্ট, ১৪,২০০ ভারতীয় রুপি এবং বাংলাদেশি ৪,০০০ টাকা এবং ৩টি মোবাইল সেট ও তাদের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালসহ তাদেরকে জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Popular Articles