Monday, January 26, 2026

Top 5 This Week

Related Posts

সিলেটে প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে আসা প্রায় দেড় কোটি টাকার পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

রবিবার (২৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

তারা জানায়, শনি ও রবিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের সংগ্রাম, ডিবিরহাওর বিশেষ ক্যাম্প, বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল, দমদমিয়া, কালাইরাগ এবং বাংলাবাজার বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, শাড়ী, কমলা, চিনি, সনপাপড়ি, জিরা, কসমেটিকস সামগ্রী, কম্বল, চকলেট, জুস, সিনকারা সিরাপ এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ আটক করে।

এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় শীতের কম্বল, সাবান, নিভিয়া সফট ক্রিম, সানস্লিক শ্যাম্পু, পন্ডস ফেসওয়াস, শাড়ী, বডি লোশন, অলিভ ওয়েল, চকলেট, সনপাপড়ী, সিগারেট আটক করে।

আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ০১ কোটি ৩০ লক্ষ টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Popular Articles