Thursday, October 16, 2025

Top 5 This Week

Related Posts

আমিরাতে ৬৫ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী

সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট ড্র লটারিতে ৬৫ কোটি টাকা জিতেছেন আবুল মনসুর আব্দুল সবুর (৫০) নামের এক বাংলাদেশি প্রবাসী। গত ১৭ বছর ধরে লটারির টিকিট কিনছেন এই প্রবাসী। অবশেষে স্বপ্নের সেই লটারি ধরা দিলো তাকে।

আব্দুল সবুর সবশেষ তার বন্ধুদের সঙ্গে মিলে পাঁচটি টিকিট কেনেন। এর মধ্যে একটি লটারি বিজয়ী হয়েছে। এতে করেই ঘুরে গেছে তার ভাগ্যের চাকা। আব্দুল সবুর পেশায় একজন ডেলিভারি ড্রাইভার। আরব আমিরাতের আবুধাবিতে থাকেন তিনি।

বাংলাদেশি এ প্রবাসী বলেছেন, প্রথমে তিনি বিশ্বাস করতে পারছিলেন না লটারিতে ৬৫ কোটি টাকা জিতেছেন। বিজয়ী হওয়ার পর যখন তাকে ফোন করা হয় তখন অবাক হয়ে যান বলে জানিয়েছেন তিনি।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আমি এতটাই আনন্দিত যে, মুখের ভাষা হারিয়ে ফেলেছি।

লটারিতে পাওয়া অর্থ দিয়ে কী করবেন; প্রশ্ন করা হলে আব্দুল সবুর জানান, পরিবারকে সহায়তা করবেন এবং নিজের স্বপ্নের ব্যবসা শুরু করবেন।

Popular Articles