Tuesday, July 1, 2025

Top 5 This Week

Related Posts

সিলেটের বন্দরবাজার থেকে ‘রায়টগান’ উদ্ধার

সিলেটের বন্দরবাজার এলাকা থেকে একটি অ্যান্টি রায়টগান (গ্যাসগান) উদ্ধার করেছে র‌্যাব। শনিবার রাত ১০টার দিকে বন্দরবাজার রঙমহল টাওয়ারের পাশর্^বর্তী পরিত্যক্ত একটি টিনশেড ঘরের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পরিত্যক্ত ওই টিনের ঘরে অভিযান চালিয়ে ৩৮ মিলিমিটার গ্যাসগানটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসগানটি সিলেট মহানগরের আওতাধীন বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে পুলিশের যেসব অস্ত্র লুট হয়েছে তাদের একটি হতে পারে। অস্ত্রটি যাচাই-বাছাই করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Popular Articles