ভারতের মুরাদাবাদে এক মুসলিম যুবককে গ’রু জ’বাই করার সন্দেহে লাঠিসোটা ও রড দিয়ে পি’টিয়ে হ’ত্যা করা হয়েছে। ৩৭ বছর বয়সী নি’হত যুবকের নাম মোহাম্মদ শাহেদিন কুরেশি। শাহেদিনকে এলাকার উ’গ্রবাদী হি’ন্দুরা মা’রধর করলে, গত সোমবার রাতে তার মৃ’ত্যু হয়। এ ঘটনার পর, বেশ কিছু মুসলিম প্রধান এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
মুরাদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার রণ বিজয় সিং জানান, ঘটনার পর, শাহেদিনকে মুরাদাবাদ জেলা হাসপাতালে ভর্তি করা হলে, রাত সাড়ে ১২টার সময় তার মৃ’ত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের পর মঙ্গলবার সকালে, শাহেদিনের দাফন সম্পন্ন করে তার পরিবার।
কুমার রণ বিজয় সিং বলেন, শাহেদিন এবং তার সঙ্গীরা সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে মণ্ডী সমিতি এলাকায় গ’রু জ’বাই করছিলেন, এমন অভিযোগ করেন এলাকার কিছু লোকজন। এসময়, ভিড় আসার খবরে শাহেদিনের সঙ্গীরা পালিয়ে গেলেও, শাহেদিনকে আ’টকে ফেলে তারা। পরবর্তীতে, শাহেদিনকে সেখানে গা’লিগা’লাজ ও বেধ’ড়ক মা’রধর করা হয়।
কুমার রণ বিজয় সিং আরও জানান, ঘটনাস্থলে মৃ’ত গরু পাওয়া গেছে। কিছু লোক এই ঘটনার জেরে শাহেদিনকে লা’ঠিসো’টা ও রোড দিয়ে নির্মমভাবে পি’টিয়েছে। তবে, এখনও পর্যন্ত শাহেদিনের হ’ত্যার সাথে সম্পর্কিত কাউকেই গ্রে’প্তার করা সম্ভব হয়নি বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার কুমার রণ বিজয় সিং।
এদিকে, মজহোলা স্টেশন হাউস অফিসার মোহিত চৌধুরী জানান, গরু জ’বাইয়ের অভিযোগে নিহ’ত শাহেদিন এবং মোহাম্মদ আদনানের (২৯) বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তিনি বলেন, প্রথম এফআইআর আইপিসি ধারা ৩০২-এর অধীনে শাহেদিনের ভাই মোহাম্মদ শাহজাদের অভিযোগে দায়ের করা হয়। দ্বিতীয় এফআইআর গ’রু জ’বাইয়ের অভিযোগে দায়ের করে মজহোলা পুলিশ। গত বুধবার শাহেদিনের সঙ্গীকে গ্রে’প্তার করেছে পুলিশ।
নি’হ’ত শাহেদিন একজন বডিবিল্ডার ছিলেন এবং তিনি বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। শাহেদিন, তার স্ত্রী রিজওয়ানা এবং ৩ ছেলে — আরাম (১৩), আশি (১১) এবং ইবজান (৯) সহ আসলতপুর এলাকায় বাস করতেন।
শাহেদিনের স্ত্রী রিজওয়ানা গণমাধ্যমকে বলেন, ‘একটি প’শুর মৃ’ত্যুকে কেন্দ্র করে কোন মানুষকে হ’ত্যা করার অধিকার তাদের কে দিয়েছে? তারা কারা, যারা আইন নিজের হাতে তুলে নেয়? আমার স্বামীর সাথে যা ঘটেছে, তা নৃশংস। তার অকাল মৃ’ত্যু হয়েছে।’
শাহেদিনের ওপর হা’মলার ভিডিও সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, গু’রুতর আ’ত ও রক্তা’ক্ত অবস্থায় শাহেদিন মাটিতে পড়ে আছেন, কোন নড়াচড়া করছেন না।