Friday, July 4, 2025

Top 5 This Week

Related Posts

১৪৪ ধারা ভেঙে সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের ধাওয়া

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী ১৪৪ ধারা ভেঙে সচিবালয় ঘেরাও করার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। তারা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির (বিওটি) অপসারণ এবং স্থায়ী ক্যাম্পাসের নিশ্চয়তাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছিলেন। সে সময় লাঠিচার্জ ও ধাওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মন্সুর এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খালিদ মন্সুর বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করছিল। এক পর্যায়ে তারা ১৪৪ ধারা ভেঙে সচিবালয়ে ঘেরাও করে এক নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। সে সময় তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়। তবে কোনো ফাঁকা গুলি ছোড়া হয়নি।

জানা গেছে, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের একটি প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করে। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকেল সাড়ে ৪টার দিকে সাক্ষাতের কথা ছিল। এসময় বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। অপেক্ষারত শিক্ষার্থীরাই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ধাওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে আজ দুপুর আড়াইটা থেকে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। তারা সেখানে ৩০ মিনিটের মতো ছিলেন। পরে তারা শিক্ষা ভবনের দিকে চলে যান।

Popular Articles