ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ভারতীয় বিএসএফের দখল থেকে প্রায় ৫ কিলোমিটার কোদলা নদী মুক্ত করেছে বিজিবি। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পাড়ে সংবাদ সম্মেলন করে মহেশপুর-৫৮ বিজিবি এ তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে ৫৮-বিজিবির অধিনায়ক লে. কর্নেল আজিজুস শহীদ বলেন, মাটিলা সীমান্তের পাশ দিয়ে কোদলা নদী প্রবাহিত। নদীর ৪.৮ কিলোমিটার অংশ বাংলাদেশে অবস্থিত, যা আগে বিএসএফ বাংলাদেশের নাগরিকদের ব্যবহার করতে বাধা দিত। তবে, সম্প্রতি উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বিজিবি বাংলাদেশের দখল প্রতিষ্ঠা করেছে।
এছাড়াও, লে. কর্নেল আজিজুস শহীদ জানান, এখন থেকে বাংলাদেশের নাগরিকরা নদীটির সম্পূর্ণ সুবিধা গ্রহণ করতে পারবেন। সংবাদ সম্মেলনের পর বিজিবি সাংবাদিকদের নদীর পাড়ে নিয়ে গেলে সেখানে অনেক মাটিলা গ্রামের লোকজন মাছ ধরতে এবং গোসল করতে দেখা যায়।
স্থানীয় কৃষক আলমগীর বলেন, এখন তারা নিয়মিত নদীর ধারে কাজ করতে এবং মাছ ধরতে পারছেন, যা আগে বিএসএফ বাধা দিতো।
মাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ রহমান জানান, বিএসএফের ভয়ভীতি থেকে মুক্তির পর তারা নদীতে স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন।