Sunday, July 6, 2025

Top 5 This Week

Related Posts

সিলেটে চীনের হাসপাতাল চায় ছাত্র-জনতা

বাংলাদেশে চীনের সহায়তায় তিনটি বড় হাসপাতাল তৈরির প্রস্তুতি চলছে। এরমধ্যে একটি হাসপাতাল সিলেটে স্থাপনের দাবি জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।সিলেট জেলা ট্যুর প্যাকেজ

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবরে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে ছাত্র-জনতার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ।

এতে উল্লেখ করা হয়, স্বাস্থ্য সেবার দিক থেকে পিছিয়ে থাকা জনবহুল সিলেট অঞ্চলে একটি হাসপাতাল স্থাপন যেমন লাভজনক হবে তেমনি মানুষের উন্নত স্বাস্থ সেবা প্রাপ্তিও সহজ হবে। এছাড়া সিলেট একটি প্রবাসী অধ্যুষিত অঞ্চল যেখানে প্রচুর পরিমাণে রেমিট্যান্স প্রবাহ থাকে প্রতি বছর।

সিলেট বিভাগ ভূ-প্রাকৃতিক ও অর্থনৈতিক দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। অন্য দিকে অত্যাধুনিক চিকিৎসা সেবার যথেষ্ট অভাব রয়েছে। স্মারকলিপিতে বলা হয় দেশে থাকা প্রবাসী স্বজনদের উন্নতমানের চিকিৎসার ক্ষেত্রে ব্যয় করতে পারবে। এই প্রেক্ষিতে সিলেট বিভাগে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল স্থাপন খুবই উপযুক্ত স্থান বলে আমরা মনে করি।সিলেট জেলা ট্যুর প্যাকেজ

স্মারকলিপি প্রদানকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কার্যনির্বাহী যুগ্ম সদস্য সচিব ও সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্বারী শাহাজুল ইসলাম, আশরাফুর আলম আরিফ, তৌফিক এলাহি তাকরিম, মাহবুবুর রহমান শান্ত, মো: আজিজুল হাকিম, মহিদ হাসান শান্ত, রামিসা আক্তার সুমাইয়া, ইমতিয়াজ আহমেদ শাফিন, রাহাতুল ইসলাম শাহী, তাহমিদ রহমান ফাহাদ ও শাহরিয়ার মাহি।

Popular Articles