Connect with us

আলোচিত

সিলেট থেকে আবার কার্গো ফ্লাইট চালু হচ্ছে রবিবার

সিলেট থেকে আবার কার্গো ফ্লাইট চালু হচ্ছে রবিবার

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরোপে পণ্য পরিবহনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।

রবিবার (২৭ এপ্রিল) বাণিজ্য এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আনুষ্ঠানিকভাবে এই ফ্লাইট উদ্বোধন করবেন।

এদিন সন্ধ্যা ৭টায় সিলেট থেকে স্পেনের উদ্দেশে ৬০ টন পণ্য নিয়ে ছেড়ে যাবে বাংলাদেশ বিমানের একটি কার্গো ফ্লাইট।

জানা গেছে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইটটি সরাসরি ইউরোপে পণ্য পরিবহন করবে।

গত ছয় বছর ধরে সিলেট থেকে কার্গো ফ্লাইট বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিভিন্ন পণ্য পাঠাতেন রপ্তানিকারকরা।

বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হওয়ায় বাংলাদেশের রপ্তানি যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য প্রথম উদ্যোগ হিসেবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো সেবা চালু করছে সরকার। খুব শিগগিরই কক্সবাজার বিমানবন্দর থেকেও কার্গো ফ্লাইট চালু করা হবে।

সিলেট অঞ্চলের শাক-সবজি, আনারস, লেবুজাতীয় ফল, সাতকড়া, পান, হিমায়িত মাছ, সুগন্ধি চাল, বেতের আসবাবপত্র, নকশিকাঁথা এবং কুটির শিল্পের বিশাল বাজার রয়েছে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ সংবাদমাধ্যমকে বলেন, “সম্প্রতি ২৬ কোটি টাকা ব্যয়ে কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হয়েছে। রবিবারের ফ্লাইটের জন্য বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করাসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

Continue Reading

আলোচিত

সিলেট বিমানবন্দরে আটক: ৪টি অন্তর্বাস ও পোশাকে ছিল গলানো সোনা

সিলেটে অভিনব কায়দায় স্বর্ণ এনে আটক যাত্রী
সিলেট বিমানবন্দরে আটক: ৪টি অন্তর্বাস ও পোশাকে ছিল গলানো সোনা

অন্তর্বাস থেকে শুরু করে এক ব্যক্তির গেঞ্জি ও ব্যবহৃত কাপড়গুলোয় ছিল সোনার প্রলেপ। কিন্তু সাধারণ চোখে বিষয়টি বোঝার উপায় ছিল না। সোনা গলিয়ে কাপড়ে লেপে দেওয়া হয়েছিল এগুলো। স্ক্যানারে পরীক্ষার পর বিষয়টি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম আলীম উদ্দিন (৪০)। তিনি সিলেটের গোয়াইনঘাটের বাসিন্দা।সিলেট জেলা ট্যুর প্যাকেজ

বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, আলীম উদ্দিন দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী ছিলেন। তাঁর বাড়ি গোয়াইনঘাটে হলেও তিনি রাজধানী ঢাকায় অবতরণের টিকিট করেছিলেন। অবতরণের পর আজ সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে উড়োজাহাজের ভেতর থেকে নামিয়ে আনেন কাস্টমস ও এনএসআইয়ের গোয়েন্দারা। পরে স্ক্যানারে পরীক্ষার মাধ্যমে তাঁর পরিধেয় কাপড়ে সোনা গলিয়ে আনার বিষয়টি ধরা পড়ে। জিজ্ঞাসাবাদেও তিনি বিষয়টি স্বীকার করেন। এ সময় আলীমের পরিহিত চারটি অন্তর্বাস, দুটি গেঞ্জি, একটি শার্ট, প্যান্টসহ আটটি কাপড় জব্দ করা হয়। ওই ব্যক্তির পরিধেয় একাধিক কাপড়ে মেলে সোনার অস্তিত্ব। পরে এগুলো জব্দ করা হয়

গোয়েন্দা সংস্থার আরেক কর্মকর্তা জানান, আলীমের সঙ্গে একই বিমানে আরেকজন সোনা চোরাচালানকারী ছিলেন। তাঁকে ঢাকা বিমানবন্দরে আটক করা হয়েছে।

সিলেট কাস্টমসের সহকারী কমিশনার (অতিরিক্ত দায়িত্ব বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগ) ইনজামাম উল হক বলেন, আলীম উদ্দিন একসঙ্গে কয়েকটি অন্তর্বাস ও গেঞ্জি পরে এসেছিলেন, সেগুলোতে সোনার প্রলেপ দেওয়া ছিল। তাঁর পরিহিত কাপড়গুলো পুড়িয়ে সোনাগুলো উদ্ধার করা হবে। কাপড় পোড়ানো না হলে কত পরিমাণ সোনা আছে, সেটি জানা যাবে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিধেয় কাপড়ে প্রায় এক কেজি সোনা তিনি এনেছেন।সিলেট জেলা ট্যুর প্যাকেজ

ওই কাস্টমস কর্মকর্তা আরও বলেন, আলীমকে আপাতত সিলেট বিমানবন্দরে রাখা হয়েছে। পরবর্তী কার্যক্রম শেষে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Continue Reading

আলোচিত

টোল প্লাজায় যুবদল নেতার নেতৃত্বে হামলা, ১৪ লাখ টাকা ছিনতাই

টোল প্লাজায় যুবদল নেতার নেতৃত্বে হামলা, ১৪ লাখ টাকা ছিনতাই

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে অবস্থিত তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় হামলা চালিয়ে কর্মীদের মারপিট করে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এতে টোল প্লাজার পাঁচ কর্মী আহত হয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) রাতে এ হামলার ঘটনা ঘটে। টোল না দেওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে মাহফুজার রহমান ওরফে রাজু (৪০) নামের স্থানীয় এক যুবদল নেতার নেতৃত্বে প্রায় ৪০ জনের একটি দল এই হামলা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলার প্রধান আসামি মাহফুজার রহমান রাজু লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মোস্তফি এলাকার বাসিন্দা। তিনি গোকুন্ডা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। এজাহারে মোট ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

তিস্তা সড়ক সেতুর টোল আদায়ের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান রংপুর শহরের মেসার্স রানা কনস্ট্রাকশনের পরিচালকমণ্ডলীর সদস্য মো. নাজমুল আলম মামলাটির বাদী হয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার বেলা ৩টার দিকে যুবদল নেতা মাহফুজার রহমান (৪০), ফজলুর রহমান (৩৫) ও আবদুর রহিম (৪২) মোটরসাইকেল যোগে তিস্তা সড়ক সেতু পার হচ্ছিলেন। তারা টোল প্লাজায় এসে টোল না দিয়ে যেতে থাকলে থামার জন্য সংকেত দেন টোল প্লাজার কর্মীরা। তারা টোল দেবেন না, এমনকি তাদের আরও যত গাড়ি আছে, সেই গাড়িগুলোও টোল দেবে না বলে হুমকি-ধমকি দেন। এ সময় তাদের সঙ্গে টোল প্লাজার কর্মীদের কথা–কাটাকাটি হয়। এরপর রাত ৮টার দিকে মাহফুজার রহমানের নেতৃত্বে মামলার এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনের একটি দল দা, ছোরা, লোহার রড ও দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেল ও অটোযোগে এসে টোল প্লাজায় হামলা চালান। হামলাকারীরা কর্মচারীদের মারপিট করেন।

এ সময় টোল প্লাজার কর্মচারী মো. জুয়েল ইসলামকে (৩৭) মারপিট ও ভয়ভীতি দেখিয়ে টোল প্লাজার ক্যাশবাক্স থেকে ৫ লাখ ৮০ হাজার টাকা প্রধান আসামি মাহফুজার ছিনিয়ে নেন। এ সময় টোল প্লাজায় ভাঙচুর করা হয়। টোল প্লাজায় কর্মরত কর্মীরা প্রাণভয়ে দৌড়ে পাশে থাকা আরেক ক্যাশঘরে প্রবেশ করেন। এ সময় সেখানেও হামলা চালানো হলে টোল প্লাজার ম্যানেজার সুরুজ্জামান (৪০) গুরুতর আহত হন। সুরুজ্জামানের ক্যাশবাক্স থেকে মিঠু (৩৮) ও আবদুর রহিম (৪২) নামের দুজন ৮ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেন।

আহত ব্যক্তিদের মধ্যে সুরুজ্জামান (৪০) ও জুয়েল ইসলাম (৩৭) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া টোল প্লাজার আরও দুই কর্মী মোসলেম উদ্দিন (৪০) ও আক্কাস আলী রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত আরেক কর্মী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মামলার বাদী নাজমুল আলম এক প্রশ্নের জবাবে বলেন, “আসামিরা টোল প্লাজার কর্মীদের বিনা দোষে বিনা উসকানিতে মারপিট করে গুরুতর আহত করেছেন। নগদ ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছেন। আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ১৪ লাখ টাকা উদ্ধারের দাবি জানাচ্ছি।”

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, “তিস্তা সেতুর টোল প্লাজায় হামলার সংবাদ পেয়ে বুধবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেপ্তার ও ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।”

Continue Reading

আলোচিত

বিয়ানীবাজারে হত্যা মামলার আসামীকে যুবলীগ নেতাকে ধরে পুলিশে দিলো ছাত্র জনতা

বিয়ানীবাজারে হত্যা মামলার আসামীকে যুবলীগ নেতাকে ধরে পুলিশে দিলো ছাত্র জনতা
বিয়ানীবাজারে হত্যা মামলার আসামীকে যুবলীগ নেতাকে ধরে পুলিশে দিলো ছাত্র জনতা

বিয়ানীবাজার থানা প্রাঙ্গণে নিহত ময়নুল ইসলাম হত্যা মামলার আসামি ছাত্রলীগ কর্মী ফাহিম আহমদকে (২৫) গ্রেফতার করা হয়েছে। তিনি পৌরসভার দক্ষিণ ফতেহপুর (দাসগ্রাম) এর সফিক উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে পৌরশহরের পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলাকালে তাকে আটক করেন ছাত্র-জনতা। এরপর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ফাহিম আহমদ গত ৫ আগস্ট সরকার পতনের পর গুলিতে নিহত ময়নুল ইসলাম হত্যা মামলার ২৬ নং আসামী। নিহতের স্ত্রী শিরিন বেগম বাদি হয়ে গত বছরের ২৬ আগস্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ০৭। বর্তমানে মামলাটি সিলেট সিআইডি’তে তদন্তাধীন রয়েছে।

Continue Reading

আলোচিত

বিয়ানীবাজার-গোলাপগঞ্জে বাবার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে চাই: এমপি প্রার্থী আদিবা

বিয়ানীবাজার-গোলাপগঞ্জে বাবার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে চাই: এমপি প্রার্থী আদিবা

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজর) আসনের সংসদ প্রার্থী ও সাবেক এমপি ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার মেয়ে সৈয়দা আদিবা হোসেন বলেছেন, ‘আমার মরহুম বাবা সৈয়দ ড. মকবুল হোসেন লেচু মিয়ার এমপি থাকাকালে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় শিক্ষার ক্রেত্রে অমুল পরিবর্তন এনেছেন। উনার নিজস্ব অর্থায়নে এই দুই উপজেলায় ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেছেন। তাছাড়া স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবধান অনষীকার্য। তার অনেক স্বপ্ন ছিল তার জীবনদশায় করে যেতে পারেননি। তাই আমি আমার প্রয়াত বাবার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।’

তিনি সোমবার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় বলে ভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সন্ধ্যায় তিনি উপজেলার রাঙ্গাডহর বাজারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। পৌরসভার এলাকাবাসীর সাথে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রণকেলী নুরুপাড়া ইয়াং সোসাইটির সভাপতি মজির উদ্দিন।

বেলাল আহমদের পরিচালনায় এতেপ্রধান অতিথি হিসেবে সিলেট-৬ আসনের সাবেক এমপি ও শিল্পপতি প্রয়াত ড.সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার কন্যা এবং সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের এমপি প্রার্থী সৈয়দা আদিবা হোসেন।

বক্তব্য রাখেন পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আমুড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ও আমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি। এরপর গোলাপগঞ্জ সিএনজি (অটোরিক্সা) শ্রশিক ইউনিয়নে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ সিএনজি (অটোরিক্সা) শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আবুল লেইচ, সাধারণ সম্পাদক জাহেদ আহমদসহ শ্রমিক নের্তৃবৃন্দ। এর আগে তিনি বিয়ানীবাজারের চারখাইয়ের কাকুরার জমসেদ আহমদ উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রামের সৈয়দা হোসেন হাইস্কুল, তজিরুনন্নছা চৌধুরী, একাডেমি, চারখাই উচ্চ বিদ্যালয়, বাগবাড়ীস্থ এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুনের বাড়ীতে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

এসময় সৈয়দা আদিবা হোসেন বলেন, আমি আমার প্রয়াত বাবার অস্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে চাই।

এসময় উপস্থিত ছিলেন- আমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আন্দুল গফফার কুটি, আলীনগর ইউনিয়নের সাবেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, উপজেলা সেচ্ছাসেবক ূলের আহবায়ক মওদুদ চৌধুরী সুমন। এই আসনে সম্ভ্যাব্য প্রায়ড়থী থাকলেওতিনি একমাত্র নারী প্রার্থী।

Continue Reading

আলোচিত

সিলেটের আকাশে বিপদ, কৃষকদের ৫ দিন মাঠে যাওয়া নিষেধ

সিলেটের আকাশে বিপদ, কৃষকদের ৫ দিন মাঠে যাওয়া নিষেধ

সিলেট অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বা এর বেশি হতে পারে। বজ্রপাতের সময় প্রাণহানি এড়াতে এ অঞ্চলের কৃষকদের আগামী ৪-৫ দিন মাঠে নামা থেকে বিরত থাকার পরামর্শ দেয়েছে সিলেট আবহাওয়া অফিস।সিলেট বিভাগ ট্যুর প্যাকেজ

সোমবার (২১ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই অবস্থার মধ্যেই আরও টানা ৫ দিন সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সিলেট বিভাগ ট্যুর প্যাকেজ

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন এক বার্তায় জানান, দেশের মধ্যাঞ্চল জুড়ে কালবৈশাখী মেঘের অবস্থান। রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, সিলেট বিভাগের সুনামগঞ্জ, কুমিল্লা অঞ্চলে বজ্রমেঘের অবস্থান রয়েছে। এমন পরিস্থিতিতে বজ্রপাতে প্রাণহানি এড়াতে এ অঞ্চলের কৃষকদের আগামী ৪-৫ দিন মাঠে নামা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।সিলেট বিভাগ

Continue Reading

আলোচিত

সিলেটে যে কৌশলে সিএনজি ছিনতাই করতো তারা

সিলেটে যে কৌশলে সিএনজি ছিনতাই করতো তারা

যাত্রীবেশে সিএনজি অটোরিকশা ভাড়া নিতো তারা। পরে সুযোগ বুঝে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যেতো। অবশেষে এই চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, উপশহর এলাকার বাসিন্দা এবং কানাইঘাট তালবাড়ী খারপাড় এলাকার বাবুল আহমেদের ছেলে মোঃ সাইফুল (২৮), কিশোরগঞ্জের অষ্টগ্রাম গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোঃ নাঈম (২৪), মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার মুসলিমবাগ গ্রামের সামান আলীর ছেলে মোঃ শওকত (২৮), শাহপরাণ থানার বালুচর এলাকার কাদির মিয়ার ছেলে আলী হোসেন ওরফে মাইল্লা(৩২), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার শ্রীঘর গ্রামের সালেক উদ্দিনের ছেলে সাদিউর রহমান সোহেল (২৮), একই গ্রামের বাবুল মিয়ার ছেলে মোঃ শুভ মিয়া (২২), হবিগঞ্জের লাখাইয়ের হরিনাকোনা গ্রামের নুরুল হকের ছেলে মোবাশ্বির আহমদ (২৪) এবং বুল্লা গ্রামের টিটু মিয়ার ছেলে এখলাছ (২৫)।

শুক্রবার (১৮ এপ্রিল) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। ওই অটোরিকশার মালিক এয়ারপোর্ট থানার মেঘালয় চা বাগান এলাকার আব্দুল করিমের ছেলে তজন মিয়া।সিলেট জেলা ট্যুর প্যাকেজ

পুলিশ জানায়, গত বছরের ২৬ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর মেজরটিলা বাজার এলাকা হতে যাত্রীবেশে ৫ জন তজন মিয়ার সিএনজি অটোরিকশা (রেজিঃ নম্বর-সিলেট-থ-১২-৯৩২০) ভাড়া করে দলদলি চা-বাগান এলাকায় নিয়ে যায়। সেখানে তারা ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে জখম করে অটোরিকশা, একটি বাটন ফোন, নগদ ২ হাজার টাকা, রুপার চেইন, গাড়ির মূল কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়া পালিয়ে যায়। এ ঘটনায় ৩০ ডিসেম্বর এয়ারপোর্ট থানায় মামলা করেন তজন মিয়া।

মামলার পর চক্রটিকে ধরতে অভিযানে নামে পুলিশ। তবে ঘটনার পর আসামীরা ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় একের পর এক আসামীকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গত ২০ মার্চ প্রথমে গ্রেফতার করা হয় সাইফুলকে। পরে তার মোবাইল ফোনের সূত্র ধরে দীর্ঘ একমাস দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সক্রিয় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

Continue Reading

Trending