Monday, October 20, 2025

Top 5 This Week

Related Posts

সিলেট সীমান্তে জব্দ হলো প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বিজিবি জানায়, রোববার (২৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, তামাবিল, বিছনাকান্দি, সংগ্রাম, বাংলাবাজার এবং সোনালীচেলা বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ব্লেজারের থান কাপড়, স্কিন সাইন ক্রিম, সানগ্লাস, থ্রী পিস, বিভিন্ন প্রকার শাড়ী, লেহেঙ্গা, পন্ডস ফেস ওয়াস, হেয়ার অয়েল, চকলেট, জিরা, নবরত্ন পাউডার, গরু, সুপারি এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ, সুপারিসহ অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশী বারকী নৌকা আটক করে।সিলেট ভ্রমণ প্যাকেজ

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৪২ লাখ ৩৭ হাজার ৫শ ৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Popular Articles