Monday, October 20, 2025

Top 5 This Week

Related Posts

মাকে হত্যার পর ঘরেই ঘুমিয়ে ছিলেন পালিত ছেলে

মাদকের টাকা না পেয়ে রাতভর মাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার পর সকালে নাস্তা খেয়ে ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিলেন পালিত ছেলে শেখ শামস। এমনকি পালিয়ে যাওয়ার জন্য ব্যাগও গুছিয়ে রেখেছিলেন। ঘটনাটি ঘটেছে যশোর শহরের মণিহার এলাকায়।

শনিবার (২৪ মে) বিকেলে নিজ বাসা থেকে নিহত সুলতানা খালেদা খানম সিদ্দিকার (৬৪) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঘাতক ছেলে শেখ শামসকে (২৪) আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে ভাড়াটিয়ারা পানির জন্য অপেক্ষা করছিলেন। কয়েকবার ঘরে গিয়ে ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পেয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল দেওয়া হয়। এরপর পুলিশ এসে ঘরের দরজা ভেঙে দেখে সুলতানা খালেদা খানম সিদ্দিকার মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। এ সময় ঘাতক ছেলে শেখ শামস ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।

নিহতের ভাগ্নে এস এম মাহমুদুল কবীর জানিয়েছেন, নিহত সুলতানা নিঃসন্তান থাকায় ৩ মাস বয়সে শেখ শামসকে বাড়িতে নিয়ে আসে। তারপর আদর-যত্নে বড় করে তাকে। শেখ শামস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়শই মায়ের ওপর নির্যাতন চালাতো। তবে এ বিষয়ে কখনো কাউকে কিছু বলতে দেননি নিহত সুলতানা।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানিয়েছেন, মাকে হত্যার পর শামস সকালে নাস্তা খেয়ে ঘরে ঘুমিয়ে পড়েছিল। তার ব্যাগ গোছানো ছিল, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Popular Articles