বিখ্যাত রাজনৈতিক বিশ্লেষক ও লেখক পিনাকী ভট্টাচার্য মন্তব্য করেছেন, বিএনপি এবং ওয়াকার (Workers Alliance) মিলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতে বাধ্য করেছে।
রোববার (২৫ মে) এক অনলাইন লাইভে পিনাকী বলেন, “প্রফেসর ইউনূস একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু বিএনপি ও তাদের মিত্ররা রাজনৈতিক চাপ সৃষ্টি করে এবং নিজেরা সুবিধা নেওয়ার চেষ্টা করে ইউনূসের অবস্থান দুর্বল করে।”
পিনাকীর মতে, ড. ইউনূস দেশের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ও নোবেল বিজয়ী হলেও দেশের রাজনৈতিক বাস্তবতা এবং প্রতিযোগিতামূলক দলীয় স্বার্থের মধ্যে পড়ে গেছেন। বিএনপি ও ওয়াকার সরকারে বসতে মরিয়া, তাই তারা কোনো ধরনের নিরপেক্ষতা মেনে নিতে রাজি নয়।
তিনি বলেন, “বিএনপির উদ্দেশ্য কখনোই দেশের স্থিতিশীলতা নয়, বরং তাদের একমাত্র লক্ষ্য ক্ষমতায় ফেরা।”
পিনাকী আরও বলেন, ড. ইউনূস যদি রাজনৈতিক চাপের কাছে নতি না স্বীকার করতেন, তাহলে হয়তো একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি হতে পারত।
কিন্তু রাজনৈতিক দলগুলোর ক্রমাগত চাপ ও ষড়যন্ত্র তাকে পদত্যাগের দিকে ঠেলে দিয়েছে। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং বলেন, “আমরা আরেকটি সুযোগ হারালাম।”