Thursday, November 13, 2025

Top 5 This Week

Related Posts

ভাইরাল সেই আহমদ শাহর পরিবারে নেমে এলো শোক

পাকিস্তানের জনপ্রিয় শিশু তারকা আহমদ শাহ’র ছোট ভাই উমের শাহ ইন্তেকাল করেছেন। পারিবারিক সূত্রে এ খবর নিশ্চিত করা হয়েছে।

আহমদ শাহ’র অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানানো হয়, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের পরিবারের ছোট্ট উজ্জ্বল তারা উমের শাহ আল্লাহর কাছে ফিরে গেছেন। সকলকে অনুরোধ করছি তার ও আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।’

এই সংবাদে পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ভক্তরা শোকাহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা ও সমবেদনা জানাচ্ছেন অসংখ্য মানুষ।

‘পাঠান কা বাচ্চা’ খ্যাত আহমদ শাহ প্রথম আলোচনায় আসেন টিকটকে ভাইরাল হওয়া একটি ভিডিওর মাধ্যমে। সেখানে তার মুখের বুলি—‘পিছে দেখো, পিছে’—সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। অল্প সময়েই এই অডিও ব্যবহার করে হাজারো ভিডিও তৈরি হয় টিকটক, ইনস্টাগ্রাম ও ফেসবুকে।

গোলগাল চেহারা ও হাসিখুশি স্বভাবের কারণে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন আহমদ শাহ। সময়ের সঙ্গে সঙ্গে তিনি পাকিস্তানের ঘরে ঘরে পরিচিত নাম হয়ে ওঠেন।

উমের শাহও বড় ভাইয়ের সঙ্গে প্রায়ই ভিডিওতে উপস্থিত থাকতেন। তাদের দু’জনের মিষ্টি আচরণ ও খেলাধুলা ভরা মুহূর্ত দর্শকদের হৃদয় জয় করেছিল।

ভক্তরা বলছেন, উমের শাহ’র মৃত্যুতে যেন তাদের শৈশবের আনন্দঘন স্মৃতিগুলোরও এক অংশ নিভে গেল।

সূত্র: সামা টিভি

Popular Articles