Sunday, June 15, 2025

Top 5 This Week

Related Posts

ধৈর্যের পরীক্ষা নেবেন না,যদি ধৈর্যের বাঁধ খুলে যায়, তাহলে কাউকেই শান্তিতে থাকতে দেবো না : ছাত্রদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শিবির ও গুপ্ত হামলাকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ছাত্রদলের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমাদের যদি ধৈর্যের বাঁধ খুলে যায়, কাউকেই শান্তিতে থাকতে দেবো না।”

বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত তারুণ্যের সমাবেশে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাকিব বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছে। ডিএমপি কমিশনার বলছেন, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়েছে, কিন্তু আমরা সেই বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমরা সুষ্ঠু তদন্ত চাই, আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই।”

তিনি আরও বলেন, “ঢাকা শহরে আমরা দুইজন ভাইকে হারিয়েছি। শুধু হত্যা নয়, তিতুমীর কলেজে গুপ্ত সংগঠনের হামলা, কুয়েটে ছাত্রদলের ওপর হামলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামপন্থি ছাত্র সংগঠনের ওপর হামলা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না।

যদি এই অন্যায়ের বিচার না হয়, তাহলে আমরা নির্দলীয় ইউনূস সরকারের বিরুদ্ধেও আন্দোলন শুরু করব।”

এই সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, সালাহউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী ও গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ। সমাবেশ থেকে নেতারা তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার শপথ নেন।

Popular Articles