Sunday, June 15, 2025

Top 5 This Week

Related Posts

ইতালি যাওয়ার জন্য বের হওয়ার আট মাস পর লাশ হয়ে বাড়ি ফিরেছেন

ইতালি যাওয়ার জন্য বের হওয়ার আট মাস পর লাশ হয়ে বাড়ি ফিরেছেন সজিব সরদার (২৮)। বুধবার (২৮ মে) মরদেহ বাড়ি পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙে পরেন।

সজিব সরদার মাদারীপুরের শিবচর উপজেলার বাগমারা এলাকার চান মিয়া সরদারের ছেলে। আট মাস আগে ইতালি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন তিনি।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের অক্টোবরে ইতালির যাওয়ার জন্য লিবিয়ায় পৌঁছান সজিব সরদার। সদর উপজেলার শিরখাড়া এলাকার বোরহান ব্যাপারীর মাধ্যমে ১৫ লাখ টাকা চুক্তিতে সেখানে যান তিনি। সেখান থেকে সরাসরি ইতালি নেওয়ার কথা বলে মাফিয়াদের কাছে বিক্রি করে দেন। দুই দফা বিক্রি করে সজিবকে। মারধর করে দফায় দফায় ৪৬ লাখ টাকা আদায় করে দালাল চক্র। তাদের মারধরে ১৯ মার্চ মারা যায় সজিব। লিবিয়ার এক হাসপাতালের মর্গে ছিল সজিবের মরদেহ। দীর্ঘ প্রক্রিয়া শেষে বুধবার সকালে মরদেহ দেশে আসে।

নিহতের চাচাতো ভাই মইনুল হক বলেন, ‘আদালতে মামলা করা হয়েছে। মরদেহ বাড়ি আসার পর পোস্টমর্টেম করা হয়েছে। আমাদের দাবি মিথ্যা প্রলোভন দেখিয়ে দালাল চক্র লিবিয়ায় আটকে রেখে সজিবকে মেরে ফেলেছে। আমরা দালালের শাস্তি চাই।’

নিহতের বাবা চাঁন মিয়া সরদার বলেন, ‘ছেলেকে ইতালি নেওয়ার কথা বলে বোরহান দালাল লিবিয়া নিয়ে বিক্রি করে দেয়। দফায় দফায় ৪৬ লাখ টাকা নিয়েছে তারা। আমার সহায় সম্পত্তিও গেলো, ছেলেও গেলো। বুধবার ছেলে মরদেহ আসলো। দালালের বিচার চাই।’

Popular Articles