Saturday, July 19, 2025

Top 5 This Week

Related Posts

সিলেট সীমান্তে মহিষ ও গরুর মাংসের সাথে যা আটক করলো বিজিবি

ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল ও মদ জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। শুকবার (৩০ মে) বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধীনস্থ সিলেটের সীমান্তবর্তী এলাকায় শ্রীপুর, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই এবং সোনারহাট এলাকা দিয়ে বাংলাদেশে আসা এসব পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত মালালালের মধ্যে রয়েছে- বিপুল পরিমান ভারতীয় সুপারি, মহিষ, স্কিন সানরাইজ ক্রিম, গরুর মাংস, পন্ডস্ ফেইসওয়াশ, বিভিন্ন প্রকার পুরাতন মোবাইল, মদ। এই সময় অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কেটি ১০ লাখ ৭২ হাজার ৬শ’ ৯৯ টাকা।

সিলেট ৪৮ ব্যাটালিয়ন বিজিব’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল ও মদ জব্দ করা হয়েছে। এই সময় অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য- ১ কেটি ১০ লাখ ৭২ হাজার ৬শ’ ৯৯ টাকা। জব্দকৃত চোরাই মালামালের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্তে চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Popular Articles