Monday, August 25, 2025

Top 5 This Week

Related Posts

সিলেটে টিকটক শুটিং নিয়ে কিশোর গ্যাংয়ের কাণ্ড !

সিলেটের জকিগঞ্জের তিন শিক্ষা প্রতিষ্ঠান হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ, সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন এবং প্রতিভা নিবাসের সামনে অস্ত্র উচিয়ে মহড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এনিয়ে উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ছবিতে দা হাতে সামনে একজন যুবক ও তার পিছনে আরোও ১২জন তরুণদের দেখা গেছে।

কেন, কি উদ্দেশ্যে তারা এ মহড়া দিয়েছে তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। মেয়েদের শিক্ষা প্রতিষ্টানের সামনে অস্ত্র হাতে বহিরাগতদের এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় উদ্বগ্ন অভিভাবকরা।

অভিবাকরা জানান, মহিলা কলেজে ও আবাসিক শিক্ষার্থীদের এই ক্যাম্পাসে বহিরাগতরা কিভাবে প্রবেশ করতে পারে। সুরক্ষিত এই প্রতিষ্ঠানে কিভাবে এমন মহড়া দিতে পারে তা আমাদের হতাশ করেছে।

সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম ভৌমিক বলেন, প্রতিষ্ঠান ছুটির পর কিংবা বন্ধের দিনে হয়তো এ ভিডিও ধারন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর এমন ভীতিকর ভিডিও ধারন করা গুরুতর অপরাধ যা আমরা কোনভাবেই মেনে নিতে পারি না। যারা এই কাজটি করেছে তাদের অবশ্যই সনাক্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

হাফছা মজুমদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ বলেন, শৃংখলা ও মর্যাদা নষ্টের যে কোন প্রচেষ্ঠা কঠোরভাবে দমন করা হবে। আমাদের প্রতিষ্ঠান কেবল শিক্ষা গ্রহণের স্থান নয়, এটি শিক্ষার মর্যাদা, নিরাপত্তা ও শৃংখলার প্রতীক। কিছু সংখ্যক ব্যক্তি আমাদের ক্যাম্পাসে প্রবেশ করে ভীতিকর ও নিন্দনীয় ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে, যা শিক্ষাঙ্গনের ভাবমুর্তি ক্ষুন্ন করেছে। তারা যেই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনী ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। রবিবার এ ব্যাপারে করনীয় বিষয়ে জরুরী বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন।

Popular Articles