Monday, August 25, 2025

Top 5 This Week

Related Posts

সিলেটে এবার মাদ্রাসার পাশেই শিক্ষককে ছু’রিকা’ঘা’তে খু’ন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস সংলগ্ন বড়গুল এলাকায় ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষক খুন হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৯টায় মাদ্রাসায় যাওয়ার পথে মাওলানা জুবায়ের আহমেদ নামের ঐ শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এ তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, মাদ্রাসা যাওয়ার পথে নয়ন আহমদ নামে এক নিকট আত্মীয় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হলে মুমূর্ষু অবস্থায় তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখেনে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মাওলানা জুবায়েরকে মৃত ঘোষণা করেন।

নিহত মাদ্রাসা শিক্ষকের পরিবার ও সহকর্মীরা জানান, বাকবিতন্ডার জেরে জুবায়েরকে হত্যা করা হয়েছে।

এদিকে জালালাবাদ থানা পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সদর উপজেলার খাদিমনগর জাতীয় উদ্যানের পাশে আজাদুর রহমান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। ৭ আগস্ট কিনবিজ এলাকায় খুন হন ডালিম আহমদ নামে আরেক যুবক। আর গত শনিবার মধ্যরাতে গোলাপঞ্জের কদমতলা এলাকায় ছুরিকাঘাতে খুন হন যুবদল কর্মী রনি হোসাইন।

Popular Articles