Monday, August 25, 2025

Top 5 This Week

Related Posts

বিয়ানীবাজারে গভীর রাতে দরজা ভেঙে প্রবাসীর বাড়িতে ডাকাতি

বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে আবুল মিয়ার বাড়িতে ডাকাতদল নগদ পাঁচ লক্ষ টাকা, ২৫ ভরি স্বর্ণালংকার এবং দুটি আইফোনসহ আরও কিছু মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে গেছে।

ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান, রাতে ৮-১০ জনের ডাকাত দল বাড়ির মূল দরজা ভেঙে পরিবারের সদস্যদের মারধর করে জিম্মি করে। এক পর্যায়ে আবুল মিয়াকে বেঁধে রেখে তার স্ত্রীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে আলমারি খুলে নগদ, স্বর্ণালংকার ও অন্যান্য দামি মালামাল বের করে নেয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আশরাফ উজ্জামান বলেন, ইতোমধ্যে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার আলামত সংগ্রহ ও তদন্ত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের লিখিত অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Popular Articles