Thursday, November 13, 2025

Top 5 This Week

Related Posts

সিলেটে সেতুর পাশ থেকে বালু তোলায় দু’জন কারাগারে

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের এক বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে।

তারা হলেন উপজেলার ডাকঘর গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে শফিক আহমেদ (৪০) ও মো. বাবুল মিয়ার ছেলে মোহাম্মদ কুদ্দুস (৩০)।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে টাস্কফোর্স অভিযানে তাদের দন্ডাদেশ দেওয়া হয়।

জানা যায় ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা প্রশাসন টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে। অভিযানে ২ জন বালু উত্তোলনকারী যারা নিজেদের জায়গা দাবি করে বালু উত্তোলন করাচ্ছিল তাদের আটক করা হয়। পরে তাদের ১ বছর করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, ধলাই সেতুর পাশ থেকে নিজের জায়গা দাবি করে বালু উত্তোলন করায় ২ জনকে ১ বছর করে জেল দেওয়া হয়েছে। তাছাড়া সেতুর পাশ থেকে বালু উত্তোলনের সাথে জড়িতদেরকে আইনের আওতায় আনা হচ্ছে।

Popular Articles