Thursday, November 13, 2025

Top 5 This Week

Related Posts

সিলেটের সাদাপাথরে পর্যটকবাহী ছাড়া সবধরণের নৌকা চলাচলে নিষেধাজ্ঞা

সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র সাদাপাথরে পর্যটকবাহী ছাড়া বাকি সবধরণের নৌকা চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বালু ও পাথর লুট ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার বিকেলে মাইকিং করে এই নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে সাদাপাথর পর্যটনকেন্দ্র পর্যন্ত শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। এই এলাকায় অন্য কোনো নৌকা চলাচল করা সম্পূর্ণ নিষিদ্ধ।

সূত্র জানায়, ধলাই সেতুর আশপাশে দীর্ঘদিন ধরে বালু লুট হচ্ছিল। এছাড়া সাদাপাথর এলাকা থেকে পাথর লুটও করছিল দুবর্ৃৃত্তরা। বালু ও পাথর লুট বন্ধে প্রশান নতুন এ নির্দেশনা জারি করেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ তার ফেসবুক পেজে এই নির্দেশনার ভিডিও শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, নির্দেশনা ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। যারা এই আদেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Popular Articles