সিলেটের গোলাপগঞ্জ ৪০ জন শারীরিক প্রতিবন্ধী ও অসুস্থ নারী-পুরুষের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেছেন সিলেট-৬ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরে আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গোলাপগঞ্জ পৌরসভা অডিটরিয়ামে বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের উদ্যোগে স্থানীয় প্রতিবন্ধীদের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সেলিম উদ্দিন বলেন, ‘জামায়াতের রাজনীতির মূল উদ্দেশ্য হলো আর্ত-মানবতার কল্যাণ ও সমাজে সার্বিক শান্তি প্রতিষ্ঠা। মানুষের সব সমস্যার সমাধানের জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজ আমরা প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার বিতরণ করছি। এতে কেউ ন্যূনতম উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করব। গণমানুষের ন্যায্য অধিকার আদায় ও সার্বিক সমস্যা সমাধানে জমায়েত সব সময়ই আপোষহীন।’
স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে দাঁড়িপাল্লায় প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামী দিনে জনগণ যদি জামায়াতের হাতে দেশ শাসনের দায়িত্ব অর্পণ করে, তাহলে মাত্র ৫ বছরের মধ্যেই আমরা দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।’
সেলিম উদ্দিন বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। অন্তর্বর্তী সরকার জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে রাষ্ট্রীয় সংস্কার এবং গণহত্যার বিচার দৃশ্যমান হওয়ার পর দেশে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু এসব বিষয়ে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। মূলত, জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতি ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এই দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। গণদাবি আদায়ের লক্ষ্যে জনগণকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।’
প্রবীণ সমাজসেবী আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গোলাপগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির রেহান উদ্দিনে রায়হান, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর, পৌর জামায়াতের সেক্রেটারি কাজী শাহিদুর রহমান, সহকারী সেক্রেটারি সেলিম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল আহমদ ও শিক্ষাবিদ মাওলানা আব্দুল কাদির প্রমুখ ।




