Tuesday, October 14, 2025

Top 5 This Week

Related Posts

সিলেট-লন্ডন রুটের চলন্ত বিমানে ঘুষি মেরে মনিটর ভেঙে ১১ লাখ টাকা জরিমানা দিলেন লন্ডন প্রবাসী

সিলেট-লন্ডন রুটের বিমান (বিজি২০১) ফ্লাইটের এক যাত্রী ঘুষি মেরে বিমানের একটি মনিটর ভেঙে দিয়েছেন। এ ঘটনায় ওই যাত্রীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ লাখ ১০ হাজার ৬১৭ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) লন্ডন থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইট (বিজি-২০১) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে অবতরণ করে। অবতরণের পর বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ অভিযুক্ত যাত্রীকে আটক করে। তার নাম মো. শওকত আলী।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম‍্যানেজার হাফিজ আহমদ জানান, (বিজি ২০১) ওই ফ্লাইটের ২৭-সি নং সিটের মনিটর ঘুষি মেরে ভেঙে ফেলেন যাত্রী শওকত। ভাঙা মনিটরটির দাম ১১ লাখ টাকা। আটক যাত্রী মো.শওকত আলী বর্তমানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলনের হেফাজতে রয়েছেন।

বাংলাদেশ বিমান সিলেটের দায়িত্বরত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একে এম আলমগীর সময় সংবাদকে জানান, লন্ডন থেকে ছেড়ে আসা বিমানের (বিজি ২০১) ফ্লাইটটি উড্ডয়ন করার পর মাঝপথে ওই যাত্রী মনিটরে ঘুষি মারেন। এতে সেটি (মনিটর) ফেটে যায়। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯টা ৪০ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এ সময় বিমানে থাকা যাত্রী এবং কেবিন ক্রুদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই যাত্রীকে এয়ারপোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলনের কাছে হস্তান্তর করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে ১১ লাখ ১০ হাজার ৬১৭ টাকা জরিমানা করেন তিনি।

জরিমানা করার পর অভিযুক্ত মো. শওকত আলী নগদ ৬ লাখ টাকা নগদ পরিশোধ করেন। আর বাকি ৫ লাখ ১০ হাজার ৬১৭ টাকা একাউন্ট পে চেক কর্তৃপক্ষকে হস্তান্তর করেন বলেও জানান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একে এম আলমগীর।

Popular Articles