মাত্র ১৫ বছর বয়সেই বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন সিলেটের বালাগঞ্জের কিশোর তোফায়েল আহমেদ। বিজ্ঞান, শিক্ষা, পরিবেশ ও ডিজিটাল নিরাপত্তায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি মনোনীত হয়েছেন ২০২৫ সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য। নেদারল্যান্ডস ভিত্তিক সংগঠন ‘কিডস রাইটস ফাউন্ডেশন’ এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি দিয়ে থাকে। যার মনোনয়নের তালিকায় এবার জায়গা পেয়েছেন বাংলাদেশি এই কিশোর অধিকারকর্মী।
বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে শিশুদের অধিকার, জলবায়ু ন্যায্যতা ও প্রযুক্তিশিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছেন। তিনি নিজ এলাকায় বিজ্ঞানচর্চা বাড়াতে প্রতিষ্ঠা করেছেন বিজ্ঞান ক্লাব, যার মাধ্যমে সহপাঠীদের STEM (Science, Technology, Engineering and Mathematics) শিক্ষায় আগ্রহী করে তুলেছেন।
শিশুদের ডিজিটাল নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিক্ষায় সমান সুযোগ নিয়ে সচেতনতামূলক কাজের পাশাপাশি, তোফায়েল নারীদের বিজ্ঞানচর্চায় অংশগ্রহণেও অনুপ্রাণিত করেছেন।
তোফায়েলের লেখা দুটি বই ‘এ ম্যানুয়াল টু মডার্ন ফিজিক্স’ এবং ‘এ জার্নি টু দ্য সেন্টার অব দ্য ডিএনএ’ তরুণদের জটিল বৈজ্ঞানিক বিষয় সহজভাবে বোঝাতে সাহায্য করছে। তার মেন্টরিং ও কর্মশালার মাধ্যমে ইতিমধ্যে এক হাজারেরও বেশি শিক্ষার্থী জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছে।
তোফায়েলের কাজ শুধু শিক্ষা ও বিজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি জলবায়ু ন্যায়বিচার ও পরিবেশ সংরক্ষণের জন্য উদ্ভাবনী প্রকল্পে কাজ করছেন, যার মধ্যে রয়েছে সৌরশক্তিচালিত ইকো-হাব ভেহিকল, কার্বন ডাই অক্সাইড থেকে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরির পদ্ধতি এবং স্বল্প-সম্পদ অঞ্চলের জন্য পোর্টেবল পানি পরিশোধন ব্যবস্থা। এছাড়া, তিনি ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করছেন, যাতে শিশুরা নিরাপদ ডিজিটাল পরিবেশে বেড়ে উঠতে পারে। তার নেতৃত্বে এক হাজারেরও বেশি শিক্ষার্থী তার কর্মশালা ও মেন্টরিং প্রোগ্রামে অংশ নিয়েছে, যার মাধ্যমে তারা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত হয়েছে।
শিক্ষা ছাড়াও পরিবেশ রক্ষা ও উদ্ভাবনী প্রকল্পেও রয়েছে তোফায়েলের সক্রিয় ভূমিকা। সৌরচালিত ইকো-হাব ভেহিকল, CO₂ থেকে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরির প্রযুক্তি এবং পোর্টেবল পানি বিশুদ্ধকরণ যন্ত্র তার কাজের কয়েকটি দৃষ্টান্ত।
তার অসাধারণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তোফায়েল ইতিমধ্যে WISPO ও IYRIC-এ ফাইনালিস্ট হয়েছেন এবং ২০২৪ সালের NASA Space Apps Challenge-এ গ্লোবাল নমিনি হিসেবে অংশ নিয়েছেন।




