সিলেটের জালালাবাদ থানার অন্তগর্ত অনন্তপুর গ্রামের শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্র হাফিজ জিসান আহমদ নিখোঁজ হয়েছেন।
জানা গেছে, ১৪ বছর বয়সী জিসান গত কয়েকদিন ধরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। তার উচ্চতা প্রায় ৪ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় সে পাঞ্জাবি-পায়জামা ও টুপি পরিহিত অবস্থায় ছিল বলে পরিবার জানিয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়ে জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
যদি কেউ হাফিজ জিসান আহমদের সন্ধান পান, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে- ০১৬০১৮৬৩১৮১, ০১৭৫০০৫১৫৭৮