Wednesday, October 15, 2025

Top 5 This Week

Related Posts

সিলেটে অনলাইনে বিক্রির পরও কীভাবে ট্রেনের টিকিটের কালোবাজারি হয়, তদন্তের আশ্বাস ডিসির

সিলেট রেলওয়ে স্টেশনে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন সিলেট জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি এই অভিযান চালান।

এ সময় অনলাইনে টিকিট বিক্রির ব্যাপারে সিন্ডিকেট রয়েছে উল্লেখ করে ডিসি সারওয়ার আলম বলেন, অনলাইনে দুই মিনিটের মধ্যে টিকিট শেষ এটা তো কোনো সিস্টেমই হতে পারে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দেখবো যে, এই সিস্টেম থেকে কীভাবে বেরোয়া যায়। ম্যানুয়ালি যখন টিকিট বিক্রি হত তখন কিছু লোক কাউন্টার থেকে কিনে কালোবাজারি করত। এখন বিভিন্ন জায়গা থেকে টিকিট কিনে কালোবাজারি করা হচ্ছে। সিন্ডিকেট করছে, তারা অনেকগুলো একাউন্ট খুলে মুহুর্তের মধ্যে টিকিট নিয়ে নিচ্ছে।

ডিসি আরও বলেন, সমস্যাটা হচ্ছে অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ট্রেনের টিকিট কাটা যাচ্ছে। আজকের সকালবেলার যে ট্রেনটি ছিল, সেটির টিকিট কিন্তু কাউন্টার থেকে মাত্র ১টা কাটা হয়েছে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রায় ২০০টা টিকিট কাটা হয়েছে।

এখন আমরা এটি খুঁজে বের করার চেষ্টা করছি, এই সমস্যাটা কোন কোন জায়গা থেকে হচ্ছে। অনলাইনে টিকিট আসার মাত্রই যে দ্রুত শেষ হয়ে যাবে, সেটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। অথচ যাত্রীরা ঠিকমত টিকিট পাচ্ছেন না। এই সমস্যাটা কোথায় সৃষ্টি হচ্ছে, সেটি আমরা বের করবো। আমাদের প্রথম দেখার বিষয় হচ্ছে, এখানকার স্থানীয় কেউ জড়িত কি না। রেলওয়ের স্টাফ যদি কেউ জড়িত থাকে তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ডিসি বলেন, রেলওয়ের জমির উপর কিছু অসাধু মানুষ স্থাপনা করে নিয়েছে, সেগুলো উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে। আর সিলেট রুটে স্পেশাল কোনো ট্রেন চালু করা যায় কি না, এ নিয়ে আমরা কাজ করছি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হয়েছে।

ডিসি বলেন, আমরা এই প্রক্রিয়ায় এগোতে চেষ্টা করবো। এনআইডি ছাড়া যাতে কিছুতেই ট্রেনের টিকিট কেনা-বেচা না যায়। তখন দেখা যাবে টিকিট কালোবাজারি অনেক কমে এসেছে।

Popular Articles