Thursday, November 13, 2025

Top 5 This Week

Related Posts

১৫১ বছরের পুরোনো ঘড়ির সামনে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

ক্রিকেট ট্যুরিজমের অংশ হিসেবে ঐতিহাসিক স্থাপনা বা ঐতিহ্যবাহী নির্দশনের সামনে ট্রফি উন্মোচন করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় সুরমা নদীর তীরবর্তী আলী আমজাদের ঘড়ির সামনে আয়ারল্যান্ড সিরিজের শিরোপা উন্মোচন করা হয়েছে।

আজ রবিবার (০৯ অক্টোবর) দুপুরে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং আয়ারল্যান্ডের অধিনায়ক এন্ডু বার্লবির্নি। এ সময় দুই অধিনায়ক ছাড়াও বিসিবির কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
১৫১ বছরের পুরোনো ঘড়ির সামনে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন
উল্লেখ্য, ১৮৭৪ সালে নির্মিত এই ঘড়িঘর সিলেটের প্রবেশদ্বার, কীন ব্রিজের ডানপার্শ্বে অবস্থিত। সিলেটের কুলাউড়ার পৃত্থিমপাশার জমিদার আলী আহমদ খান তার ছেলে আলী আমজদের নামে ঘড়িটি নির্মাণ করেন। লোহার খুটির ওপর ঢেউটিন দিয়ে সুউচ্চ গম্বআকৃতির স্থাপত্যশৈলীতে তৈরি এই ঘড়ি আজও সিলেট শহরের অন্যতম ঐতিহাসিক নিদর্শন।

এই ঘড়ির ব্যাসার্ধ আড়াই ফুট, কাঁটার দৈর্ঘ্য দুই ফুট। ঘড়ির সামনে ট্রফি প্রদর্শনের মাধ্যমে শহরের ঐতিহাসিক স্থানের সঙ্গে খেলাধুলার সংযোগ স্থাপন করা হলো, যা স্থানীয় পর্যটনে ভূমিকা রাখবে।

আগামী ১১ নভেম্বর থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের বাকি ম্যাচটি শুরু হবে ১৯ নভেম্বর থেকে, মিরপুরে।

Popular Articles