Monday, January 26, 2026

Top 5 This Week

Related Posts

সিলেট-১: উন্নয়নের নামে লুটপাট নয়, মানবিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি জামায়াতের : মাওলানা হাবিব

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর এবং সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, এতদিন উন্নয়নের নামে দেশে লুটপাট হয়েছে। কিছু মানুষের উন্নয়ন হলেও সাধারণ মানুষের জীবনে তেমন কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য আমীর জামায়াত ডা. শফিকুর রহমান ঘোষিত পলিসি সামিট শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। এই পলিসি সামিটের লক্ষ্য হলো বেকারত্ব ও দারিদ্র্যমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়া।

সোমবার (২৬ জানুয়ারি) বাদ আছর সিলেট নগরীর জিতু মিয়ার পয়েন্টে জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট-১: উন্নয়নের নামে লুটপাট নয়, মানবিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি জামায়াতের : মাওলানা হাবিব
মাওলানা হাবিবুর রহমান আরও বলেন, জামায়াতের পলিসি সামিটে যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য বাস্তবমুখী পরিকল্পনা রয়েছে। এতে সব শ্রেণি-পেশার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার রূপরেখা তুলে ধরা হয়েছে। ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তি এবং ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা থাকবে। ট্যাক্স ও ভ্যাট ব্যবস্থায় সমন্বয় আনা হবে এবং কৃষকদের জন্য বিনাসুদে ঋণের ব্যবস্থা করা হবে। তিনি দাবি করেন, ভোট দিয়ে জামায়াত-জোটকে বিজয়ী করলে সিলেটবাসী প্রধানমন্ত্রী পাওয়ার গৌরব অর্জন করবে, যা আগে কখনো হয়নি।

পথসভায় সমাজসেবী নূর আলমের সভাপতিত্বে এবং আব্দুল কাদিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াত নেতা মাওলানা লোকমান আহমদ, লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান খালেদ, এনসিপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ, জাগপার সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান আহমদ লিটন, সিলেট মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি গিয়াস উদ্দিন, ব্যবসায়ী নেতা জিয়াউল হক, ১১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল আলীম, ১২নং ওয়ার্ডের সভাপতি ফয়জুল ইসলাম, ১৩নং ওয়ার্ডের সভাপতি ডা. মোবারক হোসাইন, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহবুবুর রহমান তাসলিম, এনসিপির মহানগর সদস্য রিপন আহমদ, ছাত্র মজলিস ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।-বিজ্ঞপ্তি

Popular Articles