বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে ১১ দলীয় নির্বাচনী ঐক্য। কারণ, দেশের মানুষ পরিবর্তন চায়, দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বহুমুখী স্কুল সংলগ্ন মাঠে সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, শাহজালাল (রহ.)–এর পুণ্যভূমি সিলেট আগামী দিনে ইসলামপন্থীদের ঘাঁটি হিসেবে পরিচিত হবে। আজকের এই জনসভা প্রমাণ করে, গোলাপগঞ্জ–বিয়ানীবাজারের মাটি দাঁড়িপাল্লার ঘাঁটি।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষের মুখে মুখে পরিবর্তনের আওয়াজ শোনা যাচ্ছে। মানুষ পুরোনো কাউকে আর ক্ষমতায় দেখতে চায় না। অনেকেই বলছেন, সবাইকে দেখেছি—এবার ইসলামী দলগুলোকে ক্ষমতায় দেখতে চাই। আগামী দিনের রাজনীতি হবে বাংলাদেশপন্থীদের রাজনীতি। কারণ, এ দেশ শাহজালালের দেশ।
সমাবেশে বক্তব্যকালে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। খেলাফত মজলিসের আমীর বলেন, ‘হ্যাঁ’ জয়লাভ করলে গণ–অভ্যুত্থান সফল হবে এবং জুলাই সনদ বাস্তবায়িত হবে।
তিনি ১১ দলীয় নির্বাচনী ঐক্যের স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আলেম-ওলামাসহ গোলাপগঞ্জ–বিয়ানীবাজারবাসীর কাছে ১১ দলীয় ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের মাস্টার আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাবিবউল্লাহ দস্তগীর ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার যৌথ পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
তিনি বলেন, নির্বাচনে ১১ দলীয় ঐক্য বিজয়ী হলে আগামী দিনের প্রধানমন্ত্রী পাবে সিলেটবাসী। জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সিলেটের ছয়টি আসনে জোটপ্রার্থীদের বিজয়ী করতে সবাইকে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ভারতীয় আগ্রাসন রুখে দিতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সিলেট-৬ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, নির্বাচিত হলে আধুনিক, নিরাপদ ও উন্নত গোলাপগঞ্জ–বিয়ানীবাজার গড়ে তোলা হবে তাঁর অঙ্গীকার।
নির্বাচনী সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন নিয়াজী, সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, মহানগর শিবিরের সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নজরুল ইসলাম, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মুমেন জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমীর রেহান উদ্দিন রায়হান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম, বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ উদ্দিন এবং উপজেলা খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল আহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।




