Wednesday, August 27, 2025
Home Blog Page 8

অবশেষে সেই রাইসার খোঁজ মিলেছে, সে আর বেঁচে নেই

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি নিখোঁজ ছিল। তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে ও হাসপাতালে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে রাইসার সন্ধ্যান পাওয়া গেছে। সে আর বেঁচে নেই।

হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজখবরের পর ঢাকা সিএমএইচ হাসপাতালে তার মরদেহের সন্ধান মিলেছে।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নিহত রাইসা মনির চাচা ইমদাদুল শেখ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকেলে ঢাকা সিএমএইচ হাসপাতালে নিহত রাইসার মরদের শনাক্ত করেন তার বাবা শাহাবুল শেখ।

রাইসা মনি ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী, কোড- ২০১০, সেকশন-স্কাই।

নিখোঁজ রাইসা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের শাহাবুল শেখের মেয়ে।

রাইসার চাচাতো ভাই তারিকুল শেখ গণমাধ্যমকে জানান, রাইসা মনির খোঁজ পাওয়া গেছে। তবে সে আর পৃথিবীতে জীবিত নেই। তার বাবা নিজে মেয়ের মরদেহ শনাক্ত করেছেন।

তিনি আরো জানান, রাইসা মনি ভাই-বোনের মধ্যে দ্বিতীয়। তার বড় বোন ও ছোট একটি ভাই রয়েছে। রাইসার মরদেহ খুঁজে পেয়ে তার পরিবারে মাতম চলছে।

চাচা ইমদাদুল শেখ বলেন, ‘রাইসা মনি আর বেঁচে নেই। তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।

পেটের ওপর থেকে মাথা পর্যন্ত বেশি পুড়েছে। তবে তার মুখমণ্ডল দেখে তার বাবা মেয়ে রাইসা মনিকে শনাক্ত করেছেন।’

তিনি আরো বলেন, ‘ডিএনএ নমুনা টেস্ট দেওয়ার জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ডিএনএ টেস্টের নমুনা রেখে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হলে আজই গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে। এখানেই তার মরদেহ দাফন করা হবে।’

সিলেটে ‘সরি’ না বলায় ডাক্তারকে ছু রি কা ঘা ত স্বেচ্ছাসেবক দল নেতার

রোগী দেখানোর সিরিয়াল নিয়ে তর্কাতর্কির পর ‘সরি’ না বলায় কর্তব্যরত চিকিৎসককে উপর্যুপরি ছুরিকাঘাত গুরুতর আহত করার অভিযোগ ওঠেছে এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৪টায় বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ শহরের হাছাননগরের আনিসা হেলথকেয়ার অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত রায়হান উদ্দিন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়। তার বাসা ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন কালিবাড়ি এলাকায়। তার সহযোগী ছাত্রদল নেতার নাম শাহনেওয়াজ মুবিন। তার বাসা শহরের বড়পাড়া এলাকায়।

আহত চিকিৎসক গোলাম রব্বানী সোহাগকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা ও পিঠে একাধিক ছুরিকাঘাত রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

ক্লিনিক কর্তৃপক্ষ, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকালে নিজের অন্তঃসত্তা স্ত্রীকে আলট্রাসনোগ্রাম করতে আনিসা হেলথকেয়ার অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে নিয়ে আসেন স্বেচ্ছাসেক দল নেতা রায়হান উদ্দিন। পরে সিরিয়াল ভেঙে স্ত্রীকে আলট্রাসনোগ্রাম করতে চাইলে কর্তব্যরত চিকিৎসক গোলাম রব্বানী সোহাগ সম্মত হননি।

এ নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। পরে মালিকপক্ষের হস্তক্ষেপে বিষয়টি মিটমাটের পর স্ত্রীকে আলট্রাসনোগ্রাম করিয়ে বাসায় পাঠিয়ে দেন।

ক্লিনিকের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকাল ৪টা ৩ মিনিটের দিকে ছাত্রদল নেতা মুবিনকে সঙ্গে নিয়ে আলট্রাসনোগ্রাম কক্ষের দিকে আগাচ্ছেন স্বেচ্ছাসেক দল নেতা রায়হান উদ্দিন। এর কিছুক্ষণ পর অপেক্ষারত রোগী ও তাদের স্বজনদের দৌড়ে বের হতে দেখা যায়।

আলট্রাসনোগ্রাম কক্ষের আয়া পপি বেগম বলেন, বিকাল ৪টার দিকে দু’জন যুবক ডাক্তারের কক্ষে ঢুকার পর চেয়ারে বসেন। পরে শুনেছি তাদের একজনের নাম রায়হান। এ সময় অপর যুবক ডাক্তারকে বলেন, আপনে যদি আমার ভাইরে সরি বলেন, তাহলে ঘটনা শেষ।

পপি বেগম আরও বলেন, এ সময় ডাক্তার বলেন, তার সঙ্গে আমি কোনও অপরাধ করিনি, সরি বলব কেন?

ডাক্তার সরি বলবেন না বলার পর পর দুজন চেয়ার থেকে ওঠে ডাক্তারকে ধরে উপর্যপরি ছুরিকাঘাত করতে থাকেন। এক পর্যায়ে ডাক্তারের মাথায় ধরে দেওয়ালের সঙ্গে আঘাতের পর আঘাত করতে থাকেন তারা। তখন রুম ভেতর থেকে লাগানো। ডাক্তার ছাড়া ভেতরে একজন অন্তঃসত্তা রোগী ও আমি ছিলাম।

ডাক্তারকে ছুরিকাঘাত করতে দেখে ওই রোগী বিছানা থেকে ওঠে দরাজা খুলে বের হয়ে যান। পরে শুরগুল শুনে হাসপাতালের ম্যানেজার, মালিকপক্ষ ও রোগীর স্বজনরা এসে তাদের হাত থেকে ডাক্তারকে উদ্ধার করেন।

ক্লিনিকের অন্যতম মালিক শামসুল আলম জুয়েল বলেন, আমি শুরগুল শোনে আলট্রাসনোগ্রাম কক্ষের দিকে গিয়ে দেখি রায়হান ও তার সঙ্গের এক যুবক ডাক্তারকে উপর্যপরি ছুরিকাঘাত করছেন। অনেক কষ্টে উনাকে তাদের হাত থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তারা ডাক্তারকে ছুরিকাঘাতের পাশাপাশি আলট্রাসনোগ্রাম কক্ষের দুটি কম্পিউটারও ভাঙচুর করেছেন।

অভিযোগের ব্যাপারে জানতে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন বলেন, যেটুকু শুনেছি, সেটা খুবই দুঃখজনক ঘটনা। ঘটনাটি তিনি ব্যক্তিগত কারণে করেছেন। আমরা তাৎক্ষণিক বিষয়টি কেন্দ্রকে জানিয়েছি। জেলা বিএনপির অভিভাবকদের জানিয়েছি। এই ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে কেন্দ্রকে অবহিত করা হবে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থল এবং হাসপাতালে যাই। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে। অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: সিলেটভিউ২৪ডটকম

মাইলস্টোনে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা

রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন মেহেরপুরের গাংনীরে মেয়ে রজনী। বিমান বিধ্বংস হওয়ার পর শিশু কন্যাকে বাঁচাতে শ্রেণী কক্ষের দিকে ছুটে গিয়েছিলেন তিনি। তবে তার আগেই তার কন্যা শিশু স্কুলের বাইরে বের হয়ে যায়। 

এতে শিশুটি রক্ষা পেলেও অগ্নিদগ্ধ হয়ে ঢাকা সিএমএস হাসপাতালের বার্ন ইউনিটি ইউনিটে মারা যান রজনী। রজনী ভেবেছিলেন তার বাচ্চা শ্রেণিকক্ষেই রয়েছে। 

নিহত রজনী মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাওট গ্রামের আব্দুল হামিদের মেয়ে।

রজনীর স্বামী জহিরুল ইসলামের ব্যবসায়িক সূত্রে তিন সন্তান নিয়ে রাজধানী ঢাকায় বসবাস করতেন। জহিরুলের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর সাদিপুর গ্রামে। সেখানেই তার মরদেহ দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। 

এই ঘটনায় রজনীর পিতার পরিবার ও স্বজনদের মাঝে বইছে শোকের ছায়া। 

পোড়া শরীর নিয়ে বের হয়ে শিশুটি বলল–‘ভাইয়া আমাকে ধরো’

রোবাইদা নূর আলবিরা মাইলস্টোনের চতুর্থ শ্রেণীর ছাত্রী। পোড়া শরীর নিয়ে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসে শিশুটি। আলবিরা এমন অবস্থা থেকে ওকে বাঁচাতে এগিয়ে যায় একাদশ শ্রেণির ছাত্র সায়েম খান।

সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সায়েম খান বলেন, ‘হঠাৎ বিকট শব্দ। দেখি আগুন জ্বলছে। এতো আগুন যে কাছে যাওয়ার মতো অবস্থা ছিল না। এর মধ্যে একটা বাচ্চাকে এগিয়ে আসতে দেখি। আমাকে দেখে ও বলছিল–ভাইয়া আমাকে ধরো। কাছে এগিয়ে যেতেই আমার কাঁধের ওপর পড়ে যায়। ওর আইডি কার্ড আমি আমার কাছে রাখি। রিকশায় উঠে যখন হাসপাতালে রওনা দিই, তখন আরেক আন্টি বলছিলেন– বাবা আমার মেয়েকে হাসপাতালে নেও। দু’জন রিকশায় নিয়ে উত্তরায় একাধিক হাসপাতাল ঘুরতে থাকি। কোথাও তেমন চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। এরপর অ্যাম্বুলেন্সে আলবিরাকে নিয়ে ঢাকা মেডিকেলে আসি।’

ঢাকা মেডিকেলে আলবিরার মা রওশন ইয়াসমিনের সঙ্গে কথা হয়। তিনি সমকালকে বলেন, সায়েম না বাঁচালে আমার মেয়ের কী হতো জানি না। ওকে আগে থেকে চিনি না। স্কুলের বড় ভাই হিসেবে সায়েম যে উদাহরণ তৈরি করেছে তা আমাদের পরিবারের জন্য আশর্বীদ।

ঢামেকের বার্ন ইউনিটের পঞ্চম তলায় চিকিৎসাধীন আলবিরা। শিশুটির মায়ের কাছ থেকে ‘বিদায়’ নিচ্ছিলেন সায়েম। এসময় আলবিরার স্কুলের আইডি কার্ড তার মায়ের হাতে তুলে দেন। সায়েম বললেন–‘আন্টি এখন বাসায় যাচ্ছি। আবার আলবিরার খোঁজ নিতে আসব।’ এসময় চোখের কোনা অশ্রুসিক্ত আলবিরার মায়ের।

নাতনির জন্য দাদার মাতম, মেয়েকে খুঁজে পাগলপ্রায় বাবা

‘আমার নাতনিকে খুঁজে দাও। আমার এতিম নাতনি কোথায় আছে? আরও কয়েক জায়গায় খুজেঁছি’। কথাগুলো ঢাকার উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে মা-বাবাহারা নাতনি শারমিনকে খুজঁতে আসা দাদা হারুণের।

‘আমার নাতনির কোনো ছবি নাই, আমার কোনো মোবাইল নাই, আমার নাতনি ক্লাস এইটে পড়ে’, বলতে বলতে চোখ মুছছিলেন ৬৫ বয়সী এই বৃদ্ধ।

সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। এতে স্কুলের অনেক শিক্ষার্থী আহত এবং অনেকে নিহত হয়। অনেকে গুরুতরভাবে দগ্ধ হয়। আহতদের দ্রুত সময়ের মধ্যে উত্তরার বিভিন্ন হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে ১৬০ জনকে নিয়ে আসা হয় উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে। তবে সেখানে আগুনে পোড়া রোগীদের চিকিৎসার ব্যবস্থা না থাকায় বেশিরভাগ রোগীকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

হাসপাতাল প্রাঙ্গণে কথা হয় শিশুদের খোঁজে আসা অভিবাবকদের সঙ্গে।

হারুণ বলেন, নাতনিকে খুজঁতে গাজীপুর থেকে এসেছি। আমার নাতনি শারমিন মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। বাবা-মা ছোটবেলায় মারা যাওয়ার পর নাতনিকে নিজের কাছে রেখে বড় করেছি।

হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জানায় এখানে শারমিন নামে কেউ নেই। একজন কর্মচারীও তাকে জানান, শারমিন নামের কেউ সেখানে নেই। ওনাকে (হারুণ) ঢাকা মেডিকেল বা বার্ন ইউনিটে পাঠানোর চেষ্টা করছি। কোনো অ্যাম্বুল্যান্স বা গাড়ি পেলে ওনাকে পাঠিয়ে দেবো।

হারুণের মতোই সন্তান, স্বজনের খোঁজে উত্তরার হাসপাতালটিতে অনেককে ভিড় করতে দেখা যায়। তবে হাসপাতালটির ভেতরে ও বাইরে তখন হাজারো মানুষের জটলা। কেউ কেউ হাসপাতালে ঢুকতে কাকুতি মিনতিও করেন। মোবাইলে ছবি নিয়ে খোঁজ করতেও দেখা যায় অভিবাবকদের। কাউকে স্কুলের শিক্ষক ও অন্য অভিবাবকদেরও ফোন করতে দেখা যায়।

এসময় মাইকিং করতে শোনা যায়, এখানে কোনো সিরিয়াস রোগী নেই। রোগী না পেলে বার্ন ইউনিটে যোগাযোগ করুন।

আরেক নারী এসে বলেন, আমার বোনের মেয়ে মাহফুজাকে খুঁজে বেড়াচ্ছি। এসময় একজন স্বেচ্ছাসেবী তাকে জরুরি বিভাগের ভেতরে নিয়ে যান।

সায়মাকে খুঁজতে হাসপাতালে এসেছেন তার দুই বোন পারভীন ও মুক্তি। তাদের মাঝে চাপা ভয় বোনকে হারানোর।
তারা জানান, শিক্ষক ও অন্যান্য অভিভাবক কেউ তার বোনের খোঁজ দিতে পারছেন না।

বিকাল ৪টায় হাসপাতালটিতে জবা নামে এক শিশুর আত্মীয়-স্বজনের খোঁজ করেন ভলেন্টিয়াররা।

মাইলস্টোন স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রিজভীকে খুঁজতে হাসপাতালের প্রতিটি ফ্লোর দৌড়ে বেড়াচ্ছিলেন তার চাচা।তিনি বলেন, আমার ভাতিজা স্কুলে গিয়েছিল। দুর্ঘটনার কথা শুনে স্কুলে যাই। সেখান থেকে বলা হয় সবাইকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এজন্য আমরা দুপুর দেড়টা থেকে উত্তরার বিভিন্ন হাসপাতালগুলো ঘুরে বেড়াচ্ছি।

এদিকে তৃতীয় শ্রেণির নিধিকে খুঁজছিলেন তার বাবা ফারুক। বিভিন্ন হাসপাতালে নিজের সন্তানকে খুঁজে না পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। অন্যদিকে, শিক্ষার্থী জাহেরাকে স্কুল থেকে আনতে গিয়ে নিখোঁজ হন মা লামিয়া আক্তার। সামান্য আহত অবস্থায় জাহেরাকে পাওয়া গেলেও মায়ের খোঁজে হাসপাতালগুলোতে যাচ্ছেন স্বজনরা।

৮ম শ্রেণির ছাত্র ফাহাদ সামান্য আহত হয়েছেন। এই শিক্ষার্থী বলেন, ক্লাস ছুটির ৫-৬ মিনিট পর বিমান আছড়ে পড়ে স্কুল ভবনে। আমি ভেতরে থাকলে আহত কিংবা নিহত হতে পারতাম। আমার দুই বন্ধু নিহত হয়েছে।

হাসপাতালের প্রত্যক্ষদর্শী কর্মচারীরা জানান, দেড়টার পর থেকেই প্রচুর আহত হাসপাতালটিতে আসতে থাকে। এর মধ্যে মৃত দুইজন ছিল। আহতদের সবাই আগুনে পোড়া। কারও কারও শরীরের চামড়া পুরো পুড়ে গেছে।

হাসপাতালটির চিকিৎসক জোবায়ের বলেন, রোগীদের মধ্যে ৬-৯ বছর বয়সীই বেশি। এখন যারা আছে তাদের স্যালাইনে রাখা হয়েছে। বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। এখানে আসার সঙ্গে সঙ্গে তাদের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

এদিকে উত্তরার হাসপাতালগুলো থেকে রোগীদের নিয়ে ঢাকা মেডিকেলের দিকে ছুটে চলছে একের পর এক অ্যাম্বুলেন্স। রোগী পৌঁছে দিয়ে ফেরত আসা অ্যাম্বুলেন্স চালক জাহাঙ্গীর বলেন, তিনজন রোগী নিয়ে ইউনাইটেড হাসপাতালে গেছি। পথে একজন মারা গেছে।

সন্ধ্যা ৭টার দিকে উত্তরা আধুনিক হাসপাতালের সহকারী পরিচালক এস এম রাকিবুল ইসলাম আকাশ বলেন, দুপুরের পর থেকে আমাদের হাসপাতালে ১৬০ জন চিকিৎসা নিয়েছেন। যাদের মধ্যে ৪০-৪৫ জনের অবস্থা গুরুতর ছিল, সবার শরীর ৭০-৮০ শতাংশ পুড়ে গিয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এখন ২৩ জন উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি আছেন। তবে তাদের অবস্থা স্থিতিশীল আছে।

স্কুল থেকে ছেলে ফিরলেও ফেরেননি মা

প্রতিদিনের মতো সোমবার দুপুরেও স্কুল থেকে ছেলেকে আনতে যান আফসানা আক্তার টিয়া (২৮)। কিন্তু ছেলে একা বাসায় ফিরলেও ফেরেননি মা আফসানা।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহি। তার মা এখন পর্যন্ত নিখোঁজ। পরিবার বলছে, হাসপাতালসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি ওহির মা আফসানা আক্তারের।

শিক্ষার্থী ওহির চাচা হাসিবুল জাগো নিউজকে বলেন, তৃতীয় শ্রেণিতে বাংলা বিভাগের শিক্ষার্থী আফসান ওহি। প্রতিদিন ওহির মা স্কুল ছুটির পর ওহিকে বাসায় নিয়ে আসত। আজ দুপুরেও সে স্কুলে যায়। ক্লাস ছুটি হয়ে গিয়েছিল ওহির। স্কুলের ওয়েটিং রুমের সামনে দাঁড়িয়েছিল ওহির। ছেলের সঙ্গে মায়ের দেখাও হয়। ছেলের কাছ থেকে ব্যাগ নেয় তার মা। ঠিক ওই মুহূর্তেই বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটে। সব হাসপাতাল খুঁজেও কোনো সন্ধান মেলেনি।
বিমান বিধ্বস্তে নিখোঁজ রাইসা মনি, সন্ধান চায় পরিবার
তিনি বলেন, ওহি নিরাপদে বাসায় ফিরেছে। কিন্তু তার মায়ের এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। উত্তরা দিয়াবাড়ি ফায়ার সার্ভিসের সামনের একটি বাসায় থাকতেন।এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫০ জনের বেশি দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। সরকার এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

বিমান বিধ্বস্তের ঘটনায় কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিমান বিধ্বস্তে নিখোঁজ রাইসা মনি, সন্ধান চায় পরিবার

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় রাইসা মনি নামের এক শিশু নিখোঁজ রয়েছে।

সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

রাইসা মনি ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী। কোড- ২০১০, সেকশন-স্কাই।
বিমান বিধ্বস্তে নিখোঁজ রাইসা মনি, সন্ধান চায় পরিবার
নিখোঁজ রাইসা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের শাহাবুল শেখের মেয়ে। তিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা ও একজন ব্যবসায়ী।

রাইসার চাচাতো ভাই তারিকুল শেখ জাগো নিউজকে বলেন, ‌‘আমার চাচা শাহাবুল শেখের বাসা ঢাকার মিরপুরে। আমার চাচাতো বোন রাইসা মাইলস্টোনে তৃতীয় শ্রেণিতে পড়ালেখা করে। বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার পর থেকে সে নিখোঁজ রয়েছে। বিভিন্ন স্থান ও হাসপাতালে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুরে উত্তরা মাইলস্টোন কলেজ এলাকায় এটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি আজ সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

এদিকে, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, তারা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পান যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে তাদের তিনটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট যোগ দিচ্ছে।

রাতের সিলেটে বাড়ছে আতঙ্ক

রাত তখন একটা। দুই বন্ধুকে নিয়ে বাড়ি ফিরছিলেন সবুজ। পথে কাটাখাল ব্রিজে দেখা মিললো পুলিশের। ঠিক আধা কিলোমিটার দূরে যেতেই লাশ হলেন সবুজ। ছিলেন মোটরসাইকেলে। ড্রাইভ করছিলেন নিজেই। ডাকাতরা ব্রিজের রেলিংয়ে এপাশ থেকে ওপাশে রশি টানিয়ে রাখলো। অন্ধকারে রশি না দেখে ব্রিজে উঠতে গলায় রশি পেঁচিয়ে মারা যান সবুজ। দুই বন্ধু গুরুতর আহত হন।

বৃহস্পতিবার রাতে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের দ্বিতীয় তেলিখাল ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে আতঙ্ক বেড়েছে কোম্পানীগঞ্জে। শুধু এ ঘটনাই নয়, কোম্পানীগঞ্জ জুড়ে এখন চুরি ও ডাকাতি নিয়ে আতঙ্ক। যে সড়কে ডাকাতের হাতে সবুজ মারা গেছে সেই সড়কের ডাকাতির ঘটনা এবারই নয়। বর্ষা এলেই ডাকাতি বাড়ে। ঘটনার পর শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আলীম।

স্ট্যাটাসে তিনি বলেন-‘কোম্পানীগঞ্জে ২-৩ দিন পর পর রাস্তায় রশি বেঁধে ডাকাতি হচ্ছে। ব্যাপারটি খুবই উদ্বেগের। সাধারণ মানুষ আতঙ্কে আছেন। থানা পুলিশের ঘুম আর কখন ভাঙবে?’ স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন- ‘গত এক সপ্তাহ আগে আমার ডাক্তার দেখিয়ে দেরি হওয়ায় রাত ১১টার দিকে আম্বরখানা থেকে বাড়িতে আসার জন্য ফোন দিয়ে রাস্তায় পুলিশের সহযোগিতা চেয়েছিলাম। কারণ আমার সঙ্গে ৪০ হাজারের মতো টাকা ছিল। তারা বলেছিল পুলিশ নাকি সিএনজি দিয়ে রোডে টহল দিচ্ছে। তাদের কথায় রওয়ানা দিয়ে পুরো রাস্তায় দুরুদ আর কালেমা পড়ে পড়ে থানা পর্যন্ত এলাম। কিন্তু কোথায়ও কোনো জায়গায় পুলিশ দেখিনি।

৪ দিন আগে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তাকে রশি বেঁধে মোবাইল ফোন ও নগদ ৩৫ হাজার টাকা নিয়ে গেছে ডাকাতদল।’ এ কথা কেবল সাংবাদিক আলীমের নয়। গোটা কোম্পানীগঞ্জের মানুষেরও। ডাকাতদের ফাঁদে সবুজ নিহত হওয়ার পর পুলিশের প্রশ্নবিদ্ধ ভূমিকায় সরব মানুষ। তবে কোম্পানীগঞ্জের পুলিশের ভাষ্য হচ্ছে- পুলিশের একাধিক টিম ওইদিন টহলে ছিল। পুলিশ একদিকে গেলে অন্যদিকে ডাকাতি হয়। আর বর্ষার মৌসুম হওয়ায় ডাকাতরা নৌকাযোগে এসে ডাকাতি করে চলে যায়। তাদের ধরা সম্ভব হচ্ছে না। কোম্পানীগঞ্জের একই সড়কের আগের সারি-গোয়াইনঘাটের ডাকাতির একটি ভিডিও প্রায় দুই সপ্তাহ আগে ভাইরাল হয়। রাত ১টার দিকে লাফনাউটের একটি ব্রিজের কাছে ওই ডাকাতির ঘটনা ঘটে।

একটি বেসরকারি কোম্পানীর চলতি একটি গাড়ির সামনে দা ও রামদা নিয়ে দাঁড়ায় কয়েকজন যুবক। কাছে এসে থামতেই ডাকাতরা গাড়ি থেকে মালামাল নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনাটিও নৌ-ডাকাতরা ঘটিয়েছে বলে এলাকার লোকজন জানিয়েছেন। সিলেটের জকিগঞ্জে কয়েকটি ডাকাতি ও চুরি সংঘটিত হয়েছে। কানাইঘাটের দুর্গম এলাকাতেও বেড়েছে চুরি। সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সিনিয়র এসএসপি সম্রাট হোসেন মানবজমিনকে জানিয়েছেন- পুলিশের পক্ষ থেকে টহল বাড়ানো হয়েছে। বর্ষাকাল ও দুর্গম এলাকা হওয়ার কারণে দুর্বৃত্তরা মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। তবে এ ব্যাপারে পুলিশ সক্রিয় রয়েছে। টহল আরও বাড়ানো হয়েছে।স্মার্টফোনের অফার

কোম্পানীগঞ্জের ঘটনার পর পুলিশ অভিযানে রয়েছে বলে জানান তিনি। সিলেটের ধোপাগুল ও ভোলাগঞ্জ এলাকার স্টোন ক্রাশার মিল মালিকরা জানিয়েছেন- জেলা প্রশাসকের অভিযানের দুটি এলাকায় শতাধিক স্টোন ক্রাশার মিলে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এই অবস্থায় স্টোন ক্রাশার মিলে চুরি হচ্ছে। গত ১৫ দিনে অন্তত ৫-৬টি স্টোন ক্রাশার মিলে চুরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ বিষয়টি তারা পুলিশকেও অবগত করেছেন।

ভোলাগঞ্জের বিএনপি নেতা ও পাথর আমদানি ও রপ্তানিকারক আক্তারুজ্জামান নোমানের বাাসায়ও দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোররা দরজা ভেঙে মোবাইল, ল্যাপটপসহ নগদ টাকা লুটে নিয়েছে। জৈন্তাপুরের সারিঘাটসহ কয়েকটি এলাকায় প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে- রাতের সিলেট নগরেও বেড়েছে চুরি, ছিনতাইসহ নানা ঘটনা। কয়েকটি ঘটনা জনমনে আতঙ্ক বাড়িয়েছে। বুধবার রাতে নগরের মেজরটিলার মোহাম্মদপুরের ১নং গলির একটি বাসায় ডাকাতি হয়েছে।

প্রবাসী পরিবারের এক বৃদ্ধা একাই বাসায় ছিলেন। ভোররাতে ডাকাতদল তালা ভেঙে ভেতরে ঢুকে বৃদ্ধাকে ছুরিকাঘাত করে বাসা লুট করে। ঘটনার পর পুলিশ ওই বাসা তদন্ত করেছে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নেমেছে। মোহাম্মদপুরের এই ডাকাতির ঘটনা নিয়ে ক্ষোভ বিরাজ করছে। নগরের চুরির হওয়ার নানা দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে। সিসিটিভি ফুটেজে চোরদের কার্যক্রম ধরা পড়ার পর এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়া হয়। নগরে পাড়াভিত্তিক চুরি ছিনতাই বেড়েছে।

গত সপ্তাহে নগরের নয়াসড়কের একটি স্কুলে ও মিরাবাজারে চুরির সময় দুই চোরকে হাতেনাতে আটক করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম মানবজমিনকে জানিয়েছেন- সিলেট নগরে মধ্যরাত থেকে সকাল ৮টা পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের সিনিয়র কর্মকর্তারাও মাঠে টহলের দায়িত্বে থাকেন। গলিপথে কিছু কিছু ঘটনা ঘটলেও পরবর্তীতে আইনি উদ্যোগ নিয়ে গেলে বাদী পাওয়া যায় না। তবে ঘটনাকারীদের ধরতে পুলিশ সক্রিয় রয়েছে বলে জানান তিনি।

২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের ‘স্লিপিং প্রিন্স’ আল ওয়ালিদ

সৌদি আরবের রাজপরিবারের সদস্য প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন মুসাইদ আল সৌদ ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ‘স্লিপিং প্রিন্স’ নামে পরিচিত ছিলেন।

২০০৫ সালে একটি গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ার পর তিনি কোমায় চলে যান। এরপর থেকে তিনি রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবর সৌদি রাজপরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ সৌদি আরবের প্রয়াত কিং খালেদ বিন আবদুল আজিজ আল সৌদের নাতি ছিলেন। তার বাবা প্রিন্স খালেদ বিন মুসাইদ ১৯৮৫ সালে একটি বিমান দুর্ঘটনায় নিহত হন।

প্রিন্স আল ওয়ালিদের নিহতের ঘটনায় সৌদি রাজপরিবার ও দেশজুড়ে শোক প্রকাশ করা হয়েছে। ওয়ালিদের দাফন রাজধানী রিয়াদের আল উদ কবরস্থানে সম্পন্ন হয়েছে।

তার দীর্ঘ কোমা ও মৃত্যু সৌদি আরবে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, যেখানে চিকিৎসা ও দুর্ঘটনা নিয়ে সচেতনতা বৃদ্ধির দাবি জানানো হচ্ছে।

সূত্র: গালফ নিউজ।